প্রতিবেদন : সাময়িক যুদ্ধবিরতির পর থেকে একের পর এক হামাসের শীর্ষ নেতাকে খতম করছে ইজরায়েলি সেনা। পাশাপাশি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে একাধিক ডেরাও। রক্তক্ষয়ী সংঘর্ষের মুখে অন্য ইসলামি দেশগুলির শরণাপন্ন হামাস। এবার পাকিস্তানের কাছে মদত চাইল এই জঙ্গিগোষ্ঠী। ইজরায়েলের বড় টার্গেট হামাসের অন্যতম প্রতিষ্ঠাতা ইয়াহিয়া সিনওয়ার। গাজায় তাঁর বাড়ি ঘিরে রেখেছে ইজরায়েলি সেনা। সিনওয়ারকে খুঁজে পাওয়া শুধুই সময়ের অপেক্ষা বলে জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
আরও পড়ুন-বিবিসির চেয়ারম্যান পদে ভারতীয় বংশোদ্ভূত সমীর
এই প্রথম নয়, এর আগেও গত নভেম্বর মাসেই গাজায় হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ের বাড়িতে হামলা চালায় ইজরায়েল। বোমা মেরে একেবারে উড়িয়ে দেওয়া হয় তাঁর বাড়ি। তবে হানিয়ের পরিণতি কী হয়েছে তা জানা যায়নি। হানিয়ের পর ইজরায়েলের নিশানায় সিনওয়ারও। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, আগেই বলেছিলাম আমাদের বাহিনী গাজার যে কোনও জায়গায় পৌঁছে যেতে পারে। এই মুহূর্তে তাঁরা সিনওয়ারের বাড়ি ঘিরে রেখেছে। পাশাপাশি তিনি আরও জানান, সিনওয়ারের বাড়ি কোনও দুর্গ নয় যে সে পালিয়েও যেতে পারে। এই জেহাদিকে খুঁজে বের করা আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। শেষ পাওয়া খবর অনুযায়ী, বর্তমানে সিনওয়ার মাটির নিচে একটি বাঙ্কারে আশ্রয় নিয়েছেন।
আরও পড়ুন-কেন্দ্রীয় মন্ত্রীর আপত্তিকর মন্তব্য প্রতিবাদে উত্তাল হল বিধানসভা
অন্যদিকে, ইজরায়েলের সঙ্গে যুদ্ধে নিজেদের শক্তি বাড়াতে এবার পাকিস্তানের কাছে সাহায্য চাইল হামাস। পাক সংবাদমাধ্যম সূত্রে এমনই খবর সামনে এসেছে। সম্প্রতি ইসলামাবাদের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ে পাকিস্তানের কাছে যুদ্ধ থামানোর আর্জি জানিয়ে সাহায্য প্রার্থনা করেছেন বলে খবর। পাশাপাশি এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে ইহুদিদের বিশ্বের সমস্ত মুসলিম ধর্মাবলম্বী মানুষদের ‘চরম শত্রু’ বলেও মন্তব্য করেন এই শীর্ষস্থানীয় হামাস নেতা।