প্রতিবেদন : মোদি জমানায় গোটা দেশে ব্যাপক হারে বাড়ছে নারী ও শিশুদের প্রতি অপরাধ। আর ২০২২ সালের সেই রিপোর্ট পেশ করতে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সময় লাগল ২০২৩ সালের ডিসেম্বর মাস পর্যন্ত। জাতীয় অপরাধ নথিভুক্তিকরণ সংস্থার রিপোর্টই বলছে, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে শিশুদের প্রতি অপরাধ প্রায় ৮ শতাংশেরও বেশি বেড়েছে। অন্যদিকে প্রায় ৪ শতাংশ বেড়েছে নারীর প্রতি বিভিন্ন ধরনের অপরাধ।
আরও পড়ুন-বিশ্বের সেরা ২৪ শহরের তালিকায় এবার কলকাতা
বিজেপি সরকারের আমলে সামগ্রিকভাবে দেশে অপরাধের সংখ্যা বেড়েছে বলেও জানাচ্ছে এনসিআরবি-র রিপোর্ট। পাশাপাশি অপরাধের অভিযোগ নথিভুক্ত করার সংখ্যাও সারা দেশে কমেছে। দেশে অপরাধের চার্জশিট পেশে যে রাজ্যগুলি এগিয়ে রয়েছে তার মধ্যে তিননম্বরে রয়েছে বাংলা। চার্জশিট পেশে প্রথম কেরালা ও দ্বিতীয় পুদুচেরি। কিন্তু সামগ্রিক অপরাধের পরিসংখ্যানের একেবারে রিপরীত পথে গিয়েছে নারী ও শিশুর সঙ্গে ঘটা অপরাধের সংখ্যা। রিপোর্ট অনুযায়ী, দিনে বারোশোর বেশি অপরাধ সংঘটিত হয় নারীর ওপর। দৈনিক সাড়ে চারশো শিশু নানা অপরাধের শিকার হয়। প্রতি এক লক্ষ শিশুর মধ্যে ৩৬টি শিশু বিভিন্ন অপরাধের শিকার। সামগ্রিকভাবে দেশে খুনের ঘটনা কমেছে সামান্য। তা সত্ত্বেও প্রতিদিন গড়ে ৭৮ জন খুন হন এই দেশে, যে সংখ্যাও যথেষ্ট উদ্বেগজনক।
আরও পড়ুন-কল্যাণের যুক্তিতে খেই হারালেন অধ্যক্ষ
পাশাপাশি দেশের ১৯টি মেট্রোপলিটন শহরে খুনের সংখ্যা বেড়েছে প্রায় ৪ শতাংশ। ১৯টি শহরে একবছরে খুন হয়েছে ২ হাজারের বেশি। সেইসঙ্গে নারীর প্রতি অপরাধের সংখ্যা মেট্রোপলিটন শহরগুলিতে উদ্বেগজনকভাবে বেড়েছে। ২০২১ সালে যে সংখ্যাটা ৪৩ হাজারের কাছাকাছি ছিল। ২০২২ সালে সেই সংখ্যাটা ৪৮ হাজার পেরিয়ে গিয়েছে। আবার শিশুদের প্রতি অপরাধের পরিমাণও এই শহরগুলিতে প্রায় ৮ শতাংশ বেড়েছে। গোটা দেশে ডিজিটাল ব্যবস্থা চালু হওয়ার পর হাতে হাতে মোবাইলের মতো হাতে হাতে ঘুরছে বিপদও, বলছে এনসিআরবি-র রিপোর্ট। গোটা দেশে সাইবার ক্রাইম বেড়েছে প্রায় ২৪ শতাংশ, মেট্রোপলিটন শহরে সংখ্যাটা আরও মারাত্মক। ১৭ হাজার থেকে বেড়ে ২৪ হাজার ছাড়িয়ে গিয়েছে সাইবার ক্রাইমের সংখ্যা।