উপনির্বাচনে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িকে আলাদা মহকুমা করার ঘোষণা প্রতিশ্রুতি দিয়েছিলে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তাতে রাজ্য মন্ত্রিসভা সিলমোহর দেওয়ার পরেও বিষয়টি এখনও পর্যন্ত আদালতে পড়ে রয়েছে। একাধিক প্রশাসনিক কাজের জন্য আটকে রয়েছে। সোমবার জলপাইগুড়ি জেলার সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকেই সে বিষয়ে উদ্যোগী হতে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
ভোটের প্রচারে গিয়ে ধূপগুড়িকে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে মহকুমা করার কথা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ১১ সেপ্টেম্বর নবান্ন থেকে ধূপগুড়িকে নতুন মহকুমা হিসাবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। তার পর তা পাশ হয় রাজ্য মন্ত্রিসভায়। গত ২ সেপ্টেম্বর নির্বাচনী জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করার সময়সীমা বেঁধে দেন। কিন্তু এখনও আদালতে নানান প্রশাসনিক কাজের জন্য আটকে রয়েছে ওই কাজ।