আগরতলা পৌঁছলেন তৃণমূলকংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগরতলা বিমানবন্দরের বাইরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বহু নেতাকর্মী। বিপ্লব দেবের পুলিশের সব চক্রান্ত ব্যর্থ করে কিছুক্ষণের মধ্যেই সভা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
২০১১-র মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান, “বদলা নয়, বদল চাই”- কে সামনে রেখে আজ সভা করতে চলেছেন তিনি। ইতিমধ্যেই সভামঞ্চে উপস্থিত হয়েছেন সুবল ভৌমিক, কুণাল ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীরা। রয়েছেন কর্মী-সমর্থক। আদালতের নির্দেশ মেনে সুষ্ঠুভাবে সভা করার বিষয়ে তৎপর সবাই। ইতিমধ্যেই প্রবল উৎসাহ কর্মী-সমর্থকদের মধ্যে।
আরও পড়ুন-গোপন কথাটি রবে না গোপনে
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আগরতলার সভা বানচাল করতে সবরকমের বেআইনি পদ্ধতি অবলম্বন করেছিল ত্রিপুরায় বিজেপি সরকার। কিন্তু শেষরক্ষা করতে পারেনি। আদালতে মুখ পুড়েছে বিজেপির, পুলিশের এবং রাজ্য সরকারের। শনিবার রাতে হাইকোর্ট রায় দিয়ে জানিয়ে দিয়েছে আগরতলার সেই জায়গাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা হবে, যেখানে কথা ছিল। তবে কোভিড বিধি মেনে সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে হবে।