বদলে গেল গাজলডোবা (Gazoldoba) সংলগ্ন মিলনপল্লী ফাঁড়ির নাম। ভার্চুয়ালি (Virtual)এদিন থানার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং নাম হল ‘ভোরের আলো’। মঙ্গলবার শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম (Siliguri Kanchenjangha stadium) থেকে বেশ কিছু সরকারি পরিষেবা এবং প্রকল্পের উদ্বোধন করলেন তিনি। এরপরেই নতুন থানার দ্বার উদঘাটন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-প্রধানমন্ত্রীর আমন্ত্রণে প্রজাতন্ত্র দিবসে ভারতে আসছেন না বাইডেন
সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় গজলডোবায় একটি ঝুলন্ত সেতুর উদ্বোধন করেছেন। ভোরের আলো পর্যটন কেন্দ্রের কথা মাথায় রেখেই এই থানার উন্নতির চিন্তাভাবনা করা হয়েছে। থানার ভিতরে সবরকম আধুনিক পরিকাঠামো রাখা হয়েছে। এদিন থানার সামনে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার, আমবাড়ি ফাঁড়ির ওসি এবং অন্যান্য পুলিশ কর্তারা। বিধায়ক খগেশ্বর রায় এই মর্মে বলেন, ‘এর ফলে পর্যটকদের সুবিধা হবে। স্থানীয়দেরও এনজেপি থানায় যেতে হবে না।’ উল্লেখ্য, বিপদে পড়লে স্থানীয় বাসিন্দাদের এনজেপি থানায় যেতে হত যা অনেককেই ক্ষেত্রেই দুঃসাধ্য। এখন আর সেই সমস্যা নেই। পর্যটকরাও আগের তুলনায় অনেকটাই নিরাপদ থাকবেন। শীতের মরশুম ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজ্যে। পর্যটকদের ভিড় বাড়বে। তাই এই সময়ে থানা হওয়ায় পর্যটকদের নিরাপত্তা অনেকটাই সুনিশ্চিত করা গিয়েছে।
আরও পড়ুন-২০ ডিসেম্বর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর
প্রসঙ্গত, মঙ্গলবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘আজ মোট ৪৭টি প্রকল্পের উদ্বোধন করা হল। এই প্রকল্পগুলির জন্য খরচ হবে ১,১৪৯.১২ কোটি টাকার বেশি। শিলান্যাস হল প্রায় ১৫০ কোটি টাকার প্রকল্পের।’