পাকিস্তানের থানায় আত্ম.ঘাতী জ.ঙ্গি হা.মলা, নি.হত ২৩, আ.হত বহু

সূত্রের খবর, হামলার আগে জঙ্গিরা বিপুল পরিমানে গুলি চলে। পাকিস্তানের পুলিশও পাল্টা গুলি বর্ষণ চালায়। ৩ জন জঙ্গি সেখানে নিহত হয়।

Must read

আজ, মঙ্গলবার পাকিস্তানের (Pakistan) উত্তর পশ্চিমে একটি থানায় ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় শেষ পাওয়া খবর অনুযায়ী ২৩ জনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ৩২ জন। ওই হামলা আত্মঘাতী বোমা বিস্ফোরণের জেরে হয়েছে। এক বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে থানায় এসে হামলা করে। পাকিস্তানের পুলিশ সূত্রে খবর, হামলার আগে জঙ্গিরা বিপুল পরিমানে গুলি চলে। পাকিস্তানের পুলিশও পাল্টা গুলি বর্ষণ চালায়। ৩ জন জঙ্গি সেখানে নিহত হয়।

আরও পড়ুন-গাজলডোবায় রাজ্যের নতুন থানা উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পাকিস্তানের ডেরা ইসমাইল খান শহরের ওই থানা ও সেনা ঘাঁটি লক্ষ্য করে জঙ্গিরা হামলা চালায়। তেহরিক-এ জেহাদ-পাকিস্তান হামলার দায় নিয়েছে। এই হামলা প্রসঙ্গে তারা জানিয়েছে, তাদের টার্গেট পুলিশ ছিল। পাকিস্তানে পুলিশকে টার্গেট করে হামলা যদিও এটাই প্রথম ঘটনা নয়। এই বছর জানুয়ারি মাসে সেখানে একটি পুলিশ ঘাঁটিতে হামলা হয়। ১০১ জনের মৃত্যু হয়েছিল। আগেও সেনা স্কুলে জঙ্গি হামলার পর সেখানে পাকিস্তানের সেনা একাধিক জঙ্গি শিবিরকে ধ্বংস করে। প্রসঙ্গত,আজকের এই ঘটনায় বহু পুলিশকর্মীর মৃত্যু হয়েছে।

 

Latest article