ডিসেম্বরেই কি চালু হতে চলেছে নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো করিডরের (New Garia airport metro corridor) একাংশে পরিষেবা? বলা হচ্ছে, আগামী ২৪ ডিসেম্বর নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অংশে বাণিজ্যিকভাবে মেট্রোর পরিষেবা শুরু করার সম্ভাবনা রয়েছে। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে যদিও কিছু জানানো হয়নি। মেট্রোর তরফে বলা হয়েছে যে যত দ্রুত সম্ভব রুবি পর্যন্ত পরিষেবা শুরু করা হবে। ২০২৩ বছরের প্রথম দিকে তৈরি হয়ে গিয়েছে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অংশ। রেলওয়ে সেফটি কমিশনারের ছাড়পত্র পাওয়া হয়ে গিয়েছে। ৫.৪ কিলোমিটার অংশে এখনও পরিষেবা শুরু করা হয়নি। ২৪ ডিসেম্বর ওই অংশে পরিষেবা শুরু করা যেতে পারে।
আরও পড়ুন-পাকিস্তানের থানায় আত্ম.ঘাতী জ.ঙ্গি হা.মলা, নি.হত ২৩, আ.হত বহু
মাসকয়েক আগে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা একেবারেই শুরু করা হবে। সেইমতো কাজ করা হচ্ছে। বেলেঘাট পর্যন্ত কবে মেট্রো পরিষেবা নিয়ে জানা যাচ্ছে, ২০২৪ সালের ফেব্রুয়ারির মধ্যে বেলেঘাটা পর্যন্ত নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো করিডর আসতে পারে। এই অর্থবর্ষের মধ্যেই বাণিজ্যিকভাবে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা। তবে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো করিডরের পুরো অংশে কবে মেট্রো পরিষেবা শুরু হবে, সেই নিয়ে কিছু জানা যায়নি। ২০২৪ সালের শেষের দিকে হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।