প্রতিবেদন : বিজেপি শাসিত রাজ্যে আবার ধর্ষণের অভিযোগ। এবার লখনউয়ে চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। হাসপাতাল থেকে চিকিৎসা করিয়ে ফেরার পথে এই ঘটনা। যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে মহিলারা ঠিক কী পরিমাণে অসুরক্ষিত, এই ঘটনা চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিল। ডবল ইঞ্জিন রাজ্যে প্রতিদিনই মহিলাদের হেনস্থার ঘটনা শিরোনামে উঠে আসছে। এটাই স্পষ্ট করে দেয় যে এই বিজেপি সরকারের আমলে ভারতে মহিলাদের সুরক্ষা-সম্মান কতটা তলানিতে গিয়ে ঠেকেছে।
আরও পড়ুন-সাইপ্রাস চিড়িয়াখানা থেকে সাইবেরিয়ান বাঘ এল রাজ্যে
নির্যাতিতার পরিবার সূত্রে খবর, ওই তরুণী লখনউয়ের একটি নামী কলেজের পড়ুয়া। তিনি নিয়মিত কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটিতে মানসিক সমস্যার চিকিৎসা করাতে আসতেন। সেই সূত্রে হাসপাতাল সংলগ্ন ফুটপাথে এক চা বিক্রেতার সঙ্গে তাঁর আলাপ হয়। নাম সত্যম। গত ৫ ডিসেম্বর তরুণী চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলেন। ফেরার পথে মোবাইল ফোনে চার্জ না থাকায় ওই যুবকের দোকানে যান। অভিযুক্ত সত্যম অ্যাম্বুল্যান্সে মোবাইলটি চার্জ দিয়ে দেবে বলে তরুণীকে দূরে নিয়ে যায়, যেখানে তার অন্য দুই শাগরেদ আগে থেকেই উপস্থিত ছিল।
আরও পড়ুন-২৫ ডিসেম্বরের আগেই কি তবে নিউ গড়িয়া-রুবি মেট্রো?
এরপর সেখানে মাদক মিশ্রিত পানীয় খাইয়ে তাঁকে বেহুঁশ করে ফের গাড়িতে তোলে। হাইওয়েতে নিয়ে গিয়ে চলন্ত গাড়ির মধ্যেই গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। দুষ্কর্মের পর ইন্দিরানগরের কাছে তাঁকে গাড়ি থেকে ফেলে দিয়ে চম্পট দেয় অভিযুক্তরা। পূর্ব পরিকল্পনা করেই ধর্ষণ বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ধৃত সত্যম মিশ্র, সুহেল এবং আসলামের বিরুদ্ধে গণধর্ষণ সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।