সংবাদদাতা, চন্দ্রকোনা : মঙ্গলবার বিকেলে চন্দ্রকোনার শ্রীনগর চৌমাথার মাঠে শুভেন্দু অধিকারীর সভার পাল্টা সভার আয়োজন করে চন্দ্রকোনার তৃণমুল কংগ্রেস। ১০০ দিন, আবাসের বকেয়া টাকা-সহ কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। ছিলেন বিধায়ক অরূপ ধাড়া ও বিধায়ক অজিত মাইতি, ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশিস হুদাইত প্রমুখ নেতৃত্ব।
আরও পড়ুন-ইউরোপীয় ইউনিয়নের ভূমিকায় ক্ষো.ভ ইউক্রেনের
প্রতিবাদসভায় উপচে পড়ে মানুষের ভিড়। গদ্দার অধিকারীর বাংলার প্রতি বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে এই সভায় সাধারণ মানুষ গর্জে উঠলেন। জয়প্রকাশ মজুমদার বলেন, কেন্দ্রীয় সরকার রাজ্যকে তার প্রাপ্য বকেয়া দিচ্ছে না। এডিসিবিআই দিয়ে ভয় দেখিয়ে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। চার্জশিট জমা হয়েছে কিন্তু দোষী সাব্যস্ত হয়নি। রেশন দুর্নীতির ক্ষেত্রে কী হয়েছে সে বিষয়ে চার্জশিটে কী আছে তা কেউ জানতে পারি না। বিজেপি সরকারের দুরাচারের জবাব যথাসময়ে মানুষই দেবেন।
আরও পড়ুন-নৌসেনায় অফিসার থেকে নাবিক, অসংখ্য পদ ফাঁকা, সংসদে স্বীকার কেন্দ্রের
মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ১০০ দিনের টাকা না দিয়ে কেন্দ্র জিনিসপত্রে কর চাপিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী থাকাকালীন ক্ষমতা অনুযায়ী বাংলা-সহ গোটা দেশের উন্নয়নে ঝাপিয়ে পড়েন। এখন বিরোধী দলনেতা দিল্লিতে যান বাংলার টাকা আটকাতে, কুৎসা করতে। তৃণমূল নেতা-কর্মীদের বক্তব্যের আগাগোড়া ছিল কেন্দ্রীয় সরকার ও গদ্দার অধিকারীকে আক্রমণ। বিধায়ক অজিত মাইতি বলেন, সামনে লোকসভা নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। বিজেপি যতই এলাকায় অশান্তি, চক্রান্ত করার চেষ্টা করুক, ব্যর্থ হবে।