সংবাদদাতা, বর্ধমান : সব ঠিকঠাক থাকলে নতুন বছরের শুরুতেই পূর্ব বর্ধমান উপহার হিসাবে পেতে চলেছে ৬টি আধুনিক জেটি। পরিবহণ দফতরের পক্ষে প্রায় ১৫ কোটি টাকায নির্মিত এই আধুনিক জেটিগুলির মাধ্যমে ভাগীরথী নদী তীরবর্তী পূর্ব বর্ধমান ও নদিয়ার যোগাযোগ আরও মসৃণ হবে। সোমবার শেষ পর্যায়ের জেটি নির্মাণের কাজ খতিয়ে দেখেন মন্ত্রী তথা পূর্বস্থলী দক্ষিণের বিধায়ক স্বপন দেবনাথ। পরিদর্শন শেষে তিনি জানান, এলাকার মানুষের সুবিধার্থে ভাগীরথীর নসরতপুর (সিদ্দেপাড়া), জালুইডাঙা, পিয়ারীনগর, মনোহরপুর, কিশোরীগঞ্জ ও কালীনগরের ঘাটগুলিতে আধুনিক জেটি নির্মাণের জন্য জননেত্রী মমতা বন্দোপাধ্যায়কে অনুরোধ করার পর দুই জেলার বাসিন্দাদের কথা ভেবে তিনি পরিবহণ দফতরকে এই ঘাটগুলিতে দ্রুত জেটি তৈরির নির্দেশ দেন।
আরও পড়ুন-কৃষকবন্ধু সহায়তা প্রদান বারাসতে
৬ মাস আগেই এই ঘাটগুলিতে শুরু হয় নির্মাণকাজ। ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। এর ফলে ভাগীরথী তীরবর্তী দুই জেলার বহু মানুষ প্রভূত উপকৃত হবেন। যোগাযোগ মসৃণ হবে। বহু ক্ষেত্রেই ভাগীরথীর ওপারে থাকা গ্রামগুলিকে পূর্বস্থলী বা কালনার উপর নির্ভর করতে হয়। তাই এবার সহজেই নদী পারাপার করা যাবে। একই সঙ্গে ঝড়বৃষ্টির সময় দুর্ঘটনাও অনেকটাই রদ করা যাবে। নতুন বছরের শুরুতেই আধুনিক ৬ জেটিপ্রাপ্তি পূর্বস্থলীর বাসিন্দাদের কাছে স্বপ্নের মতো। এ শুধু জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই সম্ভব এবং তাঁর সুশাসনের ফসল।
আরও পড়ুন-ডিমের জোগান বাড়াতে প্রশিক্ষণ
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জানুয়ারির গোড়াতেই জেটিগুলি সাধারণের ব্যবহারের জন্য চালু করে দেওয়া সম্ভব হবে। জানুয়ারি মাসের প্রথম দিকেই জেলাসফরে আসার সম্ভাবনা আছে মুখ্যমন্ত্রীর। সেক্ষেত্রে হয়তো তাঁর হাত দিয়েই উদ্বোধন হতে পারে নয়া জেটিগুলির।