সংবাদদাতা, শিলিগুড়ি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শিলিগুড়িতে তৈরি হচ্ছে ক্যানসার কেয়ার হসপিটাল। ১০০ কোটি টাকা ব্যয়ে শিলিগুড়িতে এই হাসপাতাল তৈরির পরিকল্পনা করা হয়েছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসে পিপিপি মডেলে চালু হবে এই ক্যানসার কেয়ার হাসপাতাল।
আরও পড়ুন-রাষ্ট্রসংঘে শোরগোল ফেলল মণিপুরের ১২ বছরের লিসিপ্রিয়া
টাটা মেমোরিয়াল হাসপাতালের সঙ্গে মউ চুক্তির মাধ্যমে পিপিপি মডেলে ক্যানসার কেয়ার হাসপাতাল তৈরি করা হবে বলে মঙ্গলবার সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে রাজ্য সরকার এই হাসপাতাল নির্মাণের কাজ শুরু করে দিয়েছে। প্রথম অবস্থায় ১০০ শয্যার হাসপাতাল চালু হবে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের পাশেই ক্যানসার কেয়ার হাসপাতাল গড়ে তোলার জন্য চিহ্নিত করা হয়েছে জায়গা।