সংবাদদাতা, শিলিগুড়ি : রাজ্যের মা-মাটি-মানুষের সরকারের আমলে উত্তরবঙ্গ এখন অনেক উন্নত। মানোন্নয়নে এগিয়ে চলেছে উত্তরবঙ্গের গেটওয়ে শিলিগুড়ি (Siliguri)। আগের তুলনায় তাযপর্যপূর্ণভাবে যানজট কমেছে শিলিগুড়িতে। মঙ্গলবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পরিষেবা প্রদানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বার্তাই দিলেন। তিনি বলেন, শিলিগুড়িতে আগে তীব্র যানজট ছিল। সেই ছবি এখন বদলে গিয়েছে। এখন ঝাঁ চকচকে শহর যানজটমুক্ত। শুধু তাই নয়, এদিন মুখ্যমন্ত্রী শিলিগুড়ির জন্য উন্নয়ন প্রকল্পের কথা ঘোষণা করেছেন। তিনি এদিন ৫১১ কোটি টাকা বরাদ্দে জলপ্রকল্পের সূচনা করেন।
আরও পড়ুন-উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে হবে হাসপাতাল
দীর্ঘমেয়াদি লক্ষ রেখে এই জলপ্রকল্প করা হচ্ছে শিলিগুড়িতে। মুখ্যমন্ত্রী ২০২৪ সালের মধ্যে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার সংকল্প নিয়েছেন। সেইসঙ্গে আগামী দু-দশকের কথা চিন্তা করেই জলপ্রকল্প তৈরি করা হচ্ছে। এছাড়াও ২১৮ কোটি টাকা ব্যয়ে আন্ডার গ্রাউন্ড বিদ্যুৎ কেবলেরও কাজ চালু হয়েছে। শিলিগুড়ি পুরনিগম এলাকায় বৈদ্যুতিক স্তম্ভ তুলে দিয়ে আন্ডার গ্রাউন্ড কেবলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ হবে। হলে প্রাকৃতিক দুর্যোগে এখানে বিদ্যুৎ বিপর্যয়ও কমে যাবে। লোডশেডিংয়ের সঙ্গে কমবে দুর্ঘটনার সংখ্যাও।