রশ্মিকা মন্দানা, আলিয়া ভাট, ক্যাটরিনা, কাজল, প্রিয়াঙ্কা চোপড়া, রতন টাটার পরে এবার ডিপফেকের শিকার হলেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা এন আর নারায়ণ মূর্তি (Narayana Murthy)। তিনি সতর্ক করে জানিয়েছেন, ডিপফেক ভিডিয়োর ফাঁদে যেন কেউ না পড়ে। নিজের এক্স হ্যান্ডেলে নারায়ণ মূর্তি জানিয়েছেন, একাধিক ভিডিও ক্লিপ ঘুরছে সামাজিক মাধ্যমে, যেখানে তাঁকে দাবি করতে দেখা যাচ্ছে একটি ট্রেডিং অ্যাপে টাকা বিনিয়োগ করার। এবং সকলকে সেখানে বিনিয়োগের অনুরোধ জানানোর। তাঁর (Narayana Murthy) দাবি, এই ভিডিওগুলি পুরোপুরি ভুয়ো, এই ধরনের কোনও এনডোর্সমেন্টেরে সঙ্গে তিনি যুক্ত নন।
আরও পড়ুন- দিল্লি থেকে কলকাতা প্রতিবাদে তৃণমূল, পাস দেওয়া সাংসদের বহিষ্কারের দাবি
ডিপফেক এআই প্রযুক্তি দিয়ে তৈরি ভিডিও নতুন করে সাইবার ক্রাইমের প্রতি মানুষের ভয় বাড়িয়ে দিয়েছে। নামকরা সেলিব্রিটি থেকে রাজনৈতিক ব্যক্তিরা ডিপফেক ইন্টেলিজেন্সি দিয়ে তৈরি নকল ভিডিও দ্বারা হেনস্থার শিকার হচ্ছেন। সবচেয়ে বড় শঙ্কার কারণ হল, এই প্রযুক্তি দিয়ে তৈরি ভিডিওর সত্য–মিথ্যা কারোর চোখে ধরা পড়ে না। এর আগে প্রধানমন্ত্রীকে একটি ভিডিয়োয় মহিলাদের সঙ্গে গরবা নাচতে দেখা গিয়েছিল, যেটি ডিপফেক ভিডিও বলেই জানা গিয়েছে। এবার এই ধরনের প্রযুক্তি-ফাঁদে পড়লেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের শ্বশুরও।