প্রতিবেদন : অশান্ত মধ্যপ্রাচ্য। ৭০ দিন ধরে চলছে হামাস বনাম ইজরায়েলের (Israel) রক্তক্ষয়ী যুদ্ধ। গাজায় তীব্র আক্রমণ শানাচ্ছে নেতানিয়াহুর দেশ। পাল্টা দিচ্ছে হামাসও। এর মাঝেই হামাসের প্রতিষ্ঠাদিবসে বিশেষ কেকের ছবি পোস্ট করে ফের হুমকি দিল ইজরায়েল।
সবুজ রঙের উপর একটি সাদা রেখায় কেকের ছবি এঁকে তার উপরে তিনটি মিসাইলের ছবি রাখা হয়। ছবির উপরে লেখা হয় ‘আজ থেকে ৩৬ বছর আগে হামাস প্রতিষ্ঠিত হয়েছিল।’ এর নীচে সাদা কালিতে লেখা, ‘এটাই যেন ওদের শেষ জন্মদিন হয়।’ অর্থাৎ শুভেচ্ছার মোড়কে আরও একবার হামাসকে চিরতরে মুছে ফেলার বার্তা দিল ইজরায়েল।
৭ অক্টোবরের হামলার বদলা নিতে হামাসকে ধ্বংস করে দেওয়ার পণ নিয়েছে ইজরায়েল (Israel)। দক্ষিণ গাজায় ক্রমশ আক্রমণের মাত্রা বৃদ্ধি করে চলেছে ইজরায়েলি বায়ুসেনা। আমেরিকা বাদে কমবেশি সব দেশই মানবিকতার খাতিরে দ্রুত যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। যদিও সেই প্রস্তাবে কর্ণপাত করতে নারাজ ইজরায়েলের প্রধানমন্ত্রী। বরং যুদ্ধের শেষ না দেখা অবধি ইজরায়েলের সেনা থামবে না বলেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু।
এটাই ওদের শেষ! হুঙ্কার ইজরায়েলের
হামাসের প্রতিষ্ঠাবার্ষিকীতে তুমুল সংঘর্ষ