নারী সুরক্ষা এমনিতেই তলানিতে ঠেকেছিল এবার রাজ্যের আইন শৃঙ্খলাও সঙ্কটে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিজনোরে ৫৫ বছর বয়সী এক মহিলার শ্লীলতাহানির (Molestation) অভিযোগে এক যুবককে দড়ি দিয়ে বেঁধে নির্মমভাবে পেটানো হয়েছে বলেই খবর। ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে এবং ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, কিছু লোক সেই যুবককে দড়ি দিয়ে বেঁধে রেখেছে এবং গ্রামবাসীদের সামনে লাঠি দিয়ে মারধর করছে একজন। লাঠির আঘাতে যুবক মাটিতে পড়ে যায়।
আরও পড়ুন-আরব সাগরে জাহাজ হাই.জ্যাক, উদ্ধারে ভারতীয় নৌবাহিনী
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। পুলিশ জানিয়েছে যে যুবক মানসিকভাবে অসুস্থ এবংএকটি হাসপাতালে তার মানসিক অসুস্থতার জন্য চিকিৎসা করাচ্ছেন। ঘটনাটি ঘটেছে ঝালরি গ্রামে। দড়ি দিয়ে বেঁধে নির্মমভাবে মারধরের পর ছেলেটির শরীরে ঠান্ডা জল ঢেলে দেওয়া হয় বলেও খবর পাওয়া গেছে। জানা গিয়েছে, মোহাম্মদ শেহজাদ নামে এই ছেলেটি খামারে যাওয়ার সময় ৫৫ বছর বয়সী মহিলাকে যৌন হেনস্থা করে। এর আগে, মোহাম্মদ শেহজাদ অন্য একজন মহিলাকে হয়রানি করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তার এই কাজে ক্ষুব্ধ হয়ে গ্রামবাসী তাকে দড়ি দিয়ে বেঁধে মারধর করে। পুলিশ এ ব্যাপারে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে। পুলিশ ভিডিওটি খতিয়ে দেখছে এবং অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে।
আরও পড়ুন-২৬ বছরের একটি পুরনো ধ.র্ষণের মামলায় দো.ষীক মুক্তি
পুলিশ জানিয়েছে যে একটি অভিযোগ নথিভুক্ত করা হয়েছে এবং যারা যুবককে মারধর করেছে তাদের চিহ্নিত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ তারা আইনশৃঙ্খলা নিজের হাতে তুলে নিয়ে যুবকদের মারধর করে। তাদের উচিত ছিল ওই যুবককে পুলিশের কাছে হস্তান্তর করা এবং বিষয়টি নিয়ে আইন অনুযায়ী চলা। কিন্তু যোগীরাজ্যে বিশৃঙ্খলা নতুন কিছু নয়। পুলিশ আরও বলেছে যে মানসিকভাবে প্রতিবন্ধী যুবক কোনওভাবে তার বাড়ি থেকে পালাতে সক্ষম হয়েছিল এবং দুই মহিলাকে উত্যক্ত করেছিল। এরপরেই তাকে গ্রামবাসীরা মারধর করেছিল। ঘটনা প্রকাশ্যে আসার পর যুবকের পরিবারকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।