রাজ্যের মুকুটে নয়া পালক, সবচেয়ে শান্তিপূর্ণ পুলিশ জেলার পুরস্কার পেল ডায়মন্ড হারবার, শুভেচ্ছাবার্তা অভিষেকের

গোটা দেশ যখন খুন, ধর্ষণ, মহিলাদের ওপর নির্যাতন নিয়ে নাজেহাল সেই অবস্থায় বাংলার এমন এক খবর বেশ আনন্দের তো বটেই।

Must read

কিছুদিন আগেই কেন্দ্রের নিরিখে দেশের মধ্যে সবচেয়ে ‘নিরাপদ’ শহরের তকমা পেয়েছে কলকাতা (Kolkata)। কেন্দ্রের হিসেবেই দেখা গিয়েছে অপরাধ সংক্রান্ত বিষয়ে পশ্চিমবঙ্গের অবস্থান বেশ সন্তোষজনক। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর এই রিপোর্টে খুশি বাংলার পুলিশ ও প্রশাসন। এবার রাজ্যের মুকুটে যোগ হল নয়া পালক। রাজ্যের মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ পুলিশ জেলার পুরস্কার পেল ডায়মন্ড হারবার (Diamond Harbour) । ২০২২ সালের হিসেবে রাজ্যের মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ পুলিশ জেলার পুরস্কার পেল ডায়মন্ড হারবার। জানা গিয়েছে, আগের তুলনায় এই জেলায় অপরাধের হার উল্লেখযোগ্য পরিমাণে কমে গিয়েছে।

আরও পড়ুন-প্লাস্টিক বর্জ্য কাজে লাগাতে বিষ্ণুপুরে নয়া প্রকল্প

গোটা দেশ যখন খুন, ধর্ষণ, মহিলাদের ওপর নির্যাতন নিয়ে নাজেহাল সেই অবস্থায় বাংলার এমন এক খবর বেশ আনন্দের তো বটেই। প্রতিদিনই দেশের নানা প্রান্ত থেকে বিভিন্ন রকম অপরাধমূলক অভিযোগ প্রকাশ্যে আসে। পুলিশ ও প্রশাসনের কাছে নিজের এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় । কীভাবে নিজের জেলায় অপরাধের হার কমানো যায় সেটাই পুলিশ সুপারের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

আরও পড়ুন-আঁতুড়ঘর থেকে ল্যাবরেটরি

প্রসঙ্গত, যে বছরের ভিত্তিতে এই পুরস্কার দেওয়া হল ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি ছিলেন দুঁদে আইপিএস অফিসার ধৃতিমান সরকার। এই মুহূর্তে তিনি পশ্চিম মেদিনীপুরের দায়িত্বভার সামলাচ্ছেন। সেই সময়েই ডায়মন্ড হারবারের অপরাধ মাত্রা ব্যাপক হারে কমে গিয়েছে বলেই এই পুরস্কার পেয়েছে জেলা পুলিশ।

আরও পড়ুন-বাসের রেষারেষি, ধর্মতলায় ভেঙে পড়ল আলোর তোরণ

এই মর্মে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে জেলা পুলিশের প্রশংসায় পঞ্চমুখ হয়ে লেখেন, ‘ডায়মন্ড হারবার পুলিশ জেলাকে ২০২২ সালের জন্য সবচেয়ে শান্তিপূর্ণ পুলিশ জেলার পুরস্কার দেওয়া হয়েছে! এটি আমাদের দলবদ্ধভাবে কাজ, সংকল্প এবং জন চেতনার নিদর্শন। জেলার প্রতিটি মানুষকে অসংখ্য ধন্যবাদ যারা এটি সম্ভব করেছেন।’

 

Latest article