১৯৮৯ সালে ‘মানবজমিন’ উপন্যাসের জন্য পেয়েছিলেন সাহিত্য অকাদেমি পুরস্কার। এছাড়াও পেয়েছেন বিদ্যাসাগর পুরস্কার, আনন্দ পুরস্কার, পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গবিভূষণ। ২০২১ সালে সাহিত্য অকাদেমির ফেলো হিসেবে নির্বাচিত হন। এবার কন্নড় কবি কুভেম্পু নামাঙ্কিত রাষ্ট্রীয় পুরস্কার পেতে চলেছেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ২০২৩ সালের জন্য। জাতীয়স্তরে আবারও মুখ উজ্জ্বল হল বাংলার।
পুরস্কার নির্বাচন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শীর্ষেন্দু মুখোপাধ্যায় তাঁর লেখায় নতুন সংবেদনশীলতা এনেছেন এবং বাংলা ভাষায় তাঁর কাজের মাধ্যমে ভারতীয় সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তাই তাঁকে প্রদান করা হচ্ছে এই পুরস্কার।
আরও পড়ুন-নিরাপদ?
প্রতিক্রিয়ায় শীর্ষেন্দু মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘‘এই বয়সে পুরস্কার পেলে কতটা আনন্দ হয়, জানি না। পুরস্কার যা পাওয়ার আগেই পাওয়া হয়ে গিয়েছে। তবে এই পুরস্কার পেয়ে ভালই লাগছে। আমি সম্মানিত।’’
কুপ্পালি ভেঙ্কটাপ্পাগৌড়া পুট্টাপ্পা কন্নড় কবি ও লেখক। সাহিত্য রচনা করতেন পুট্টাপ্পা কুভেম্পু ছদ্মনামে। তাঁকে বিংশ শতাব্দীর কন্নড় সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি মনে করা হয়। কন্নড় ভাষায় সাহিত্য রচনার জন্য জ্ঞানপীঠ পুরস্কারপ্রাপ্ত প্রথম সাত সাহিত্যিকের মধ্যে অন্যতম। তিনি এম গোবিন্দ পাইয়ের পর দ্বিতীয় কন্নড় কবি, যাঁকে ভূষিত করা হয় রাষ্ট্রকবি সম্মানে। ভারত সরকার তাঁকে পদ্মভূষণ ও পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করেন। ১৯০৪-এর ২৯ ডিসেম্বর জন্মগ্রহণ করা এই কবি ১৯৯৪-এর ১১ নভেম্বর প্রয়াত হন।
রাষ্ট্রকবি কুভেম্পু ট্রাস্ট ২০১৩ সালে তাঁর সম্মানে জাতীয় বার্ষিক সাহিত্য পুরস্কার প্রবর্তন করে। প্রতি বছর কবির নামাঙ্কিত এই পুরস্কার দেওয়া হয় দেশের বিশিষ্ট সাহিত্যিকদের। এবার সেই তালিকায় যোগ হলেন প্রথম কোনও বাঙালি সাহিত্যিক।
আরও পড়ুন-অর্ডার আপলোড করতেই সব স্পষ্ট, সুপ্রিম কোর্টের রায় নিয়ে কী বলবেন সেই কুৎসাকারীরা
পুরস্কার নির্বাচন কমিটির সভাপতি বি এল শংকর। কমিটিতে রয়েছেন নির্মলকান্তি ভট্টাচার্য, গীতা বিজয়কুমার, অগ্রহর কৃষ্ণমূর্তি। বি এল শংকর ট্রাস্টের প্রধান। তাঁদের হাতেই ছিল গুরুত্বপূর্ণ দায়িত্বভার। ‘কুভেম্পু’ রাষ্ট্রীয় পুরস্কারের অর্থ মূল্য নগদ ৫ লক্ষ টাকা। সেই সঙ্গে রয়েছে একটি রৌপ্য পদক এবং একটি সম্মাননাপত্র। কুভেম্পুর ১১৯তম জন্মদিন উপলক্ষে ২৯ ডিসেম্বর এই পুরস্কার প্রদান করা হবে।
গত বছর এই সম্মাননা পেয়েছিলেন বিশিষ্ট তামিল লেখক ইমায়াম। পুরস্কারের খবর ছড়িয়ে পড়ার পর শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতি জগতের বিশিষ্টরা।