সংবাদদাতা, আলিপুরদুয়ার : অবশেষে খুলে গেল চাইনিস লাইন। করোনার সময় বন্ধ হয়ে যাওয়া ভারত ভুটান সীমান্তের জয়গাও চাইনিস লাইন খুলে যাওয়ায় খুশির হওয়া স্থানীয় ব্যাবসায়ীদের মধ্যে। তিন বছরের লকডাউন পরিস্থিতি কাটিয়ে খুলল আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্ত জয়গাঁ চাইনিজ লাইন ভুটান গেট। ভুটান প্রশাসনের পক্ষ থেকে সোমবার এগারোটা নাগাদ খুলে দেওয়া হয় চাইনিজ লাইন ভুটান গেট। উপস্থিত ছিলেন ভুটান ফুণ্টশোলিংয়ের এসডিও কর্মা জুগমি।
আরও পড়ুন-রাজ্যপালকে মামলা লড়তে কেন টাকা দিচ্ছে বিশ্ববিদ্যালয়, হিসেব চেয়ে রিপোর্ট তলব রাজ্যের
পাশাপাশি জয়গাঁ এলাকায় এসএসবি ৫৩ ব্যাটালিয়ানের সহকারী কমাণ্ডেণ্ট ও এসএসবি জওয়ানরা। এছাড়া জয়গাঁ এলাকার প্রধান, জেলাপরিষদের সদস্য সহ স্থানীয়রাও উপস্থিত ছিলেন। এই মুহূর্তে চাইনিজ লাইন ভুটান গেট দিয়ে হাঁটাপথে শুধুমাত্র ভুটানে কাজ করতে যাওয়া শ্রমিকরা যাতায়াত করতে পারবে, যাদের কাছে ভুটানের ওয়ার্ক পারমিট আছে। এই ভুটান গেটের সামনে এসএসবি চেকপোস্ট তৈরি হয়েছে। এই গেটে এসএসবি জওয়ানরা থাকবে। এই বিষয়ে উল্লেখ্য, করোনা সময় যখন লকডাউন শুরু হয়, তখন এই চাইনিজ লাইন ভুটান গেটও বন্ধ হয়ে যায়। এবং তখন থেকে এই এলাকায় জয়গাঁর সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায়।