প্রতিবেদন : বেনজির। একের পর এক লোকসভা ও রাজ্যসভা থেকে সাসপেন্ড বিরোধী দলের ৭৮ জন সাংসদ। ক্ষুব্ধ বাংলার মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) বিস্ফোরক মন্তব্য, ওরা সব বিরোধীকে সাসপেন্ড করছে। জনতাই ওদের এবার সাসপেন্ড করবে। তীব্র কটাক্ষ করে বলেন, গণতন্ত্রের নামে প্রহসন চলছে। এখনও পর্যন্ত এই অধিবেশনে ৯২ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে।
সংসদীয় দলের বৈঠক থেকেই নেত্রী (CM Mamata Banerjee) বলেন, যা ঘটছে, তা কাঙ্ক্ষিত নয়। স্বৈরতন্ত্র চলছে। একনায়কতন্ত্র চলছে। গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এভাবে চললে কীভাবে সংসদে বিরোধীরা আওয়াজ তুলবে। এটা গণতন্ত্রের নামে প্রহসন চলছে। আমি ভাগ্যবান যে, আমি সাংসদ নই এখন। এ তো দেখছি পুরো পার্লামেন্ট সাসপেন্ড হওয়ার মতো অবস্থা। ওরা সবাইকে সাসপেন্ড করছে। জনতাই এবার ওদের সাসপেন্ড করবে।
গণতন্ত্রের মন্দিরে যে কুৎসিতভাবে বিরোধী সাংসদদের সাসপেন্ড করা হল, এই কালো ইতিহাস আজীবন বয়ে বেড়াতে হবে সংসদকে। আগামী দিনে যখন এই সংসদের অন্দরে শাসকদল বদলে গিয়ে অন্য কেউ হবে তখনও বারবার উদাহরণ হিসেবে উঠে আসবে সোমবারের কালো দিনের কথা। যা চেষ্টা করলেও মুছে ফেলা যাবে না।
আরও পড়ুন- সংসদে বিসর্জন হল গণতন্ত্রের