প্রতিবেদন : বাম জমানায় রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের মনোভাব ছিল ‘আসি যাই মাইনে পাই’। সেই ছবিটা সম্পূর্ণ বদলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন্দ্রের হারে মহার্ঘ ভাতার দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ আন্দোলনের নামে কাজে গাফিলতি করছে, অনেক সময় অফিসে আসছেন না। রাজ্যের শীর্ষ প্রশাসনিক স্তরে এই অভিযোগ আসার পর কড়া পদক্ষেপ করছে রাজ্য সরকার।
আরও পড়ুন-বে.আইনি নির্মাণ বন্ধে ক.ড়া নির্দেশ মেয়রের
সরকার সিদ্ধান্ত নিয়েছে, যেসব কর্মচারী কাজে গাফিলতি করছেন, তাঁদের এবার আর্থিক জরিমানা করা হবে। সেই জরিমানার পরিমাণ হবে ১০ হাজার টাকা। ২০১৩ সালে জনপরিষেবা আইনের মাধ্যমে রাজ্যের সব দফতরে কর্মসংস্কৃতি ফেরাতে ও সাধারণ মানুষের হয়রানি ঠেকাতে কড়া নিয়ম করে সরকার। কর্মক্ষেত্রে কোনও কর্মীর গাফিলতি ধরা পড়লে ১ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে। এখন সেই আইনকেই আরও কড়া করা হচ্ছে। জরিমানার পরিমাণ ১০ হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য বর্তমান জন-পরিষেবা অধিকার আইনে একাধিক বদল বা সংশোধনী আনার তোড়জোড় শুরু করেছে মমতার প্রশাসন।