মঙ্গলবার আইআইটি কানপুরের (IIT Kanpur) হোস্টেলের ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে এক রিসার্চ স্কলারকে। মৃত স্কলার পল্লবী চিল্কা ওডিশার কটকের বাসিন্দা। পল্লবী চিল্কা আইআইটি কানপুরের জৈব বিজ্ঞান এবং বায়োইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে তার পোস্টডক্টরাল গবেষণা করছিলেন। বিকেলে একজন সাফাইকর্মী চিল্কার দরজায় ধাক্কা দিলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে ওই ব্যক্তি ভিতরে উঁকি দিয়ে চিল্কাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। আত্মহত্যা না এর পেছনে অন্য কোন কারণ আছে খতিয়ে দেখছে পুলিশ। তার পরিচিত ব্যক্তি ও হোস্টেলের অন্যান্য বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
আরও পড়ুন-‘গরিবের টাকা বন্ধ করে রাখা ঠিক নয়’ বৈঠক শেষে আওয়াজ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
পুলিশ জানিয়েছে, পল্লবী চিল্কার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল যখন তারা তার হোস্টেলের ঘরে পৌঁছায়। দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ দেখতে পান তারা। একটি ফরেনসিক দল ঘটনাস্থল তদন্ত করেছে এবং চিল্কার মৃত্যুর কারণ পর্যালোচনা করার জন্য কাজ করছে। আইআইটি কানপুর এক বিবৃতিতে জানিয়েছে “ডাঃ চিল্কার মৃত্যুতে, ইনস্টিটিউট একজন উজ্জ্বল এবং প্রতিশ্রুতিশীল তরুণ গবেষককে হারালো”।