সংবাদদাতা, হলদিয়া : হলদিয়ায় ট্রমা কেয়ার সেন্টারটি (Trauma care centre) সম্পূর্ণ হতে চলেছে। হলদিয়া উন্নয়ন পর্ষদ সূত্রে খবর, ২০১৪-য় ৫০ শয্যার ট্রমা কেয়ার সেন্টার গড়ার ব্যাপারে আগ্রহী হয় পর্ষদ। ব্যয় বরাদ্দ হয় প্রায় ২৫ কোটি টাকা। হলদিয়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ৪১ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় ২০১৬ সালে প্রায় তিন একর জমিতে কাজ শুরু হয়। ৫০ শয্যা তৈরির কথা হয়েছিল। ২০২০ সালে ট্রমা কেয়ার সেন্টার নির্মাণ সম্পূর্ণ করা হলেও তা অব্যবহৃত অবস্থাতেই পড়ে ছিল। হলদিয়া উন্নয়ন পর্ষদের তরফে একাধিকবার সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি মডেল) ট্রমা কেয়ার সেন্টারটি চালুর চেষ্টা হলেও তা বাস্তবায়িত হয়নি। সম্প্রতি মুখ্যসচিব একাধিক উন্নয়ন পর্ষদকে নিয়ে একটি বৈঠক করেন। হলদিয়া উন্নয়ন পর্ষদের ট্রমা কেয়ার সেন্টারের (Trauma care centre) দায়িত্ব রাজ্য স্বাস্থ্য দফতরকে নিতে বলা হয়। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে জেলা স্বাস্থ্য দফতরকে পরিদর্শন করে খতিয়ে দেখে রিপোর্ট জমা দিতে বলা হয়। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক পরিদর্শন করে একটি রিপোর্ট রাজ্য স্বাস্থ্য দফতরকে পাঠান। জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, সেন্টারের শুধুমাত্র ভবন নির্মাণ হয়েছে। পাইপলাইনের মাধ্যমে অক্সিজেন সরবরাহের পরিকাঠামো নেই। চিকিৎসার প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায় বলেন, পরিদর্শন করে রিপোর্ট স্বাস্থ্য দফতরকে পাঠানো হয়েছে। হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর বলেন, সেন্টারটি স্বাস্থ্য দফতর করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন- রাজ্যে নিম্নমুখী কোভিড গ্রাফ, সতর্ক থাকতে জারি বিশেষ নির্দেশ