প্রতিবেদন : এ বছরের সাহিত্য আকাদেমি পুরস্কারে ভূষিত হলেন সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী (Swapnamoy Chakraborty)। একটি বাংলা দৈনিকে ধারাবাহিক প্রকাশিত তাঁর ‘জলের উপর পানি’ উপন্যাসটির জন্য তাঁকে এই পুরস্কার সম্মানিত করা হল। বুধবার ২৪টি ভারতীয় ভাষার লেখকদের জন্য ঘোষিত হয় এ বছরের সাহিত্য আকাদেমি পুরস্কার। বিজয়ীর তালিকায় রয়েছে ৯টি কবিতার বই, ৬টি উপন্যাস, ৫টি ছোটগল্প, ৩টি প্রবন্ধ ও একটি সাহিত্য অধ্যয়নের বই। এর মধ্যে স্বপ্নময় চক্রবর্তী (Swapnamoy Chakraborty) পেলেন তাঁর ‘জলের উপর পানি’ বাংলা উপন্যাসের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার। ২০২১-এ উপন্যাসটি প্রকাশের পর থেকেই জনপ্রিয়তা লাভ করে। এটি তাঁর বিখ্যাত উপন্যাস ‘চতুষ্পদী’র পরের কাহিনি। এর আগে স্বপ্নময় তাঁর ‘হলদে গোলাপ’ উপন্যাসের জন্য আনন্দ পুরস্কার পান ২০১৫ সালে।
আরও পড়ুন- যাদবপুরে সমাবর্তন, ব্রাত্যর নিশানায় বোম্বাগড়ের রাজা