চাপের মুখে পণবন্দিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ নেতানিয়াহুর

Must read

প্রতিবেদন : মানবতার সঙ্কট গাজা উপত্যকায়। মঙ্গলবারও গাজায় মৃত্যু হয় ৩৩ জনের। তবে সম্প্রতি ইজরায়েলি সেনার ভুলে নিজের দেশের তিন পণবন্দির মৃত্যুর পর ঘরের মাঠেই প্রবল চাপে বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। পণবন্দিদের উদ্ধারের জন্য যুদ্ধবিরতির দাবি উঠছে খোদ ইজরায়েলেই। নেতানিয়াহুর একবগ্গা মনোভাবে পণবন্দিদের জীবন আরও অনিশ্চয়তার মধ্যে পড়ছে বলে অভিযোগ করছেন পণবন্দিদের পরিবারের সদস্যরাই। এই পরিস্থিতিতে ঘরের ক্ষোভ সামলাতে মাঠে নামতে হল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে (Benjamin Netanyahu)।
হামাসের হাত থেকে পালাতে গিয়ে ইজরায়েলি সেনার গুলিতে মৃত্যু হয়েছে ৩ পণবন্দির। মৃতরাও ইজরায়েলেরই সেনা ছিলেন। ঘটনার পর তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে ইজরায়েলে। কিন্তু তারপরেও হামলার পথ থেকে সরছে না নেতানিয়াহুর বাহিনী। গাজার জাবালিয়ায় রবিবার একদিনে মৃত্যু হয়েছিল ১১০ জনের। মঙ্গলবারও মৃত্যু হয়েছে ৩৩ জনের। কিন্তু পণবন্দিদের পরিবারের অসন্তোষ থামাতে এবার বেশ কিছু পণবন্দি পরিবারের সঙ্গে দেখা করতে বাধ্য হলেন নেতানিয়াহু। ইতিমধ্যেই নেতানিয়াহুর যুদ্ধনীতি গোটা বিশ্বে সমালোচনার মুখে। অভিযোগ, ইজরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে জল, খাবার ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দিচ্ছে। আমেরিকার ভেটোতে রাষ্ট্রসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ করা না গেলেও যুদ্ধবিরতির দাবিতে চাপ বাড়াচ্ছে আন্তর্জাতিক মহল।

আরও পড়ুন- পান্নুন হত্যার চক্রান্ত : অবশেষে মুখ খুললেন মোদি

Latest article