রবিবার হাওড়ার বাসিন্দা এক শিশুর মৃত্যুই হল ডেঙ্গুর কারণে। হাওড়া শহরাঞ্চলের যে সমস্ত এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেশি, সেখানকার বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের রক্তের নমুনা সংগ্রহ করবে জেলা স্বাস্থ্য দফতর। কোভিডের পাশাপাশি এবার ডেঙ্গু নিয়ে সচেতনতা বাড়াতে এবং ডেঙ্গু আটকাতে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল জেলা স্বাস্থ্য দফতরের তরফে। কিন্তু কিছুতেই যেন রোখা যাচ্ছে না ডেঙ্গুকে। এবার মৃত্যু হল শিশুরও। জানা গিয়েছে, হাওড়া পুর এলাকার ২৪ ওয়ার্ডের বাসিন্দা ওই শিশুর নাম রিয়া চট্টোপাধ্যায়। তাঁর বয়স ৮ বছর। ওই শিশুর পরিবার সূত্রে খবর, গত ২১ অক্টোবর থেকে জ্বরে আক্রান্ত হয়েছিল রিয়া। ২৩ তারিখ রক্তপরীক্ষা করে জানা যায়, ডেঙ্গু আক্রান্ত হয়েছে সে।
আরও পড়ুন-থমকে রাজ্যের জলাভূমি সংরক্ষণ প্রকল্প