প্রতিবেদন : আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক ডাকল রাজ্য সরকার। আগামী ২৭ ডিসেম্বর নবান্ন সভাগৃহে হবে এই বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তরফে ১৫ জন মন্ত্রীকেও বৈঠকে থাকতে বলা হয়েছে। গঙ্গাসাগর মেলা আয়োজনের সিংহভাগ দায়িত্ব থাকে রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের ওপর।
আরও পড়ুন-দেউচা পাঁচামি প্রকল্পের প্রথম পর্যায়ে হবে ব্যাসল্ট তোলার কাজ
রাজ্য সরকারের বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় বজায় রেখে যাতে মেলার আয়োজন করা যায়, সেজন্য দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের সভাধিপতিকে এই বৈঠকে ডাকা হয়েছে। এই বৈঠকে আমন্ত্রণ পেয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত। বৈঠকে আমন্ত্রণ পেয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী। বৈঠক আয়োজনের দায়িত্বে থাকা এক আধিকারিক জানিয়েছেন, প্রতি বছর গঙ্গাসাগর মেলা নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তাই এই মেলাকে পৃথকভাবে দেখার কিছু নেই। মূলত ১২ থেকে ১৫ জানুয়ারি লাখো লাখো মানুষ পুণ্যস্নানে আসবেন। সেই সময় গঙ্গাসাগরে আগত মানুষদের যাতে কোনও অসুবিধা না হয়, সেজন্য এই উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে।