নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর : ভারতীয় কুস্তি ফেডারেশনের নতুন সভাপতি ব্রিজভূষণ-ঘনিষ্ঠ সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে দেশ জুড়ে ক্ষোভ অব্যাহত। অলিম্পিক পদকজয়ী সাক্ষী মালিক খেলা ছাড়ার কথা ঘোষণা করে দিয়েছেন আগেই। আরও এক অলিম্পিক পদকজয়ী কুস্তিগির বজরং পুনিয়া মহিলাদের নিরাপত্তার প্রশ্ন তুলে নিজের পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দিয়েছেন। শনিবার বজরংয়ের পথে হাঁটলেন মূক ও বধির কুস্তিগির বীরেন্দ্র সিং (Virendra Singh Yadav)। বীরেন্দ্র (Virendra Singh Yadav) জানিয়ে দিলেন, তিনিও বজরংয়ের মতোই পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দেবেন।
এদিন বীরেন্দ্র এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্যাগ করে লিখেছেন, ‘দেশের মেয়ে ও বোনেদের কথা ভেবে আমিও পদ্মশ্রী ফিরিয়ে দেব।’ তিনি বীরেন্দ্র শেহবাগ, শচীন তেন্ডুলকর, নীরজ চোপড়ার মতো ক্রীড়া জগতের অন্যান্য তারকাদেরও নারী সুরক্ষায় এগিয়ে আসার বার্তা দিয়েছেন।
শুক্রবারই বজরং পুনিয়া প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে সংসদ ভবনের রাস্তাতেই নিজের পদ্মশ্রী পদক রেখে এসেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, এই পদক তিনি আর বাড়িতে নিয়ে যাবেন না। তার আগে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীকে লেখা খোলা চিঠিতে বজরং লিখেছিলেন, ‘আমি আমার পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দিচ্ছি। আপনি নিশ্চয়ই বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত। তবুও আপনাকে লিখতে বাধ্য হচ্ছি। কারণ দেশের কুস্তিগিরদের সঙ্গে এমন অনেক ঘটনা ঘটেছে যার প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করাটা জরুরি।’
এর আগে সর্বভারতীয় কুস্তি সংস্থার নির্বাচনের পর, সাক্ষী-বজরংরা হতাশ হয়ে বলেছিলেন, ‘কুস্তি ফেডারেশনের নির্বাচন যন্তর-মন্তরে আমাদের ৪০ দিনের লড়াই ব্যর্থ করে দিয়েছে। আমরা নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস পেয়েছিলাম। কিন্তু সঞ্জয় সিং নতুন সভাপতি হওয়ায় এটা প্রমাণ হল যে ব্রিজভূষণ কতটা প্রভাবশালী।’ তবে শুধু কুস্তিগিররাই নন, ক্ষোভ বাড়ছে জনমানসেও।
আরও পড়ুন- নতুন বছরে এসএসকেএমে ক্যাশলেস পরিষেবা