প্রতিবেদন : এ-বছরের বাংলা সঙ্গীতমেলা ও বিশ্ববাংলা লোকসংস্কৃতি উৎসব আগামী সোমবার, ২৫ ডিসেম্বর থেকে শুরু হবে। রাজ্য তথ্য ও সংস্কৃতি বিভাগের ব্যবস্থাপনায় কলকাতার ১১টি মঞ্চে এই উৎসব চলবে ১ জানুয়ারি পর্যন্ত। রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, মহাজাতি সদন, হেদুয়া পার্ক, মধুসূদন মুক্তমঞ্চ, একতারা মুক্তমঞ্চ, দেশপ্রিয় পার্ক, নেতাজিনগরের ঋষি অরবিন্দ পার্ক মুকুন্দপুর ফুটবল মাঠ, রাজ্য সঙ্গীত আকাদেমি মুক্তমঞ্চ এবং চারুকলা পর্ষদ সংলগ্ন মুক্তমঞ্চে একযোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিদিন বিকেল ৫টা থেকে শুরু হবে বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান।
আরও পড়ুন-কুণালের সঙ্গে বৈঠকে এসে বিস্ফো.রক দাবি করলেন চাকরিপ্রার্থীরা, ২৭ লক্ষ নিয়ে প্রতা.রণা বিকাশের
কলকাতা ছাড়াও বিভিন্ন জেলার প্রায় পাঁচ হাজারেরও বেশি সঙ্গীতশিল্পী, সঞ্চালক, যন্ত্রশিল্পী উৎসবে অংশগ্রহণ করবেন। বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতা ও কর্মশালায় অংশগ্রহণকারী প্রতিভাবান নবীন শিল্পীরাও এই মেলায় অংশগ্রহণের সুযোগ পাবেন বলে জানানো হয়েছে। বিশ্ববাংলা লোকসংস্কৃতি উৎসবে পশ্চিমবঙ্গের সকল জেলার লোকশিল্পীরা অংশগ্রহণ করবেন। দেশপ্রিয় পার্কে খ্যাতনামা বাংলা ব্যান্ডের পাশাপাশি নবীন বাংলা ব্যান্ডগুলিও অনুষ্ঠান পরিবেশন করবে। গগনেন্দ্র প্রদর্শশালায় ‘বাংলার আদিবাসী হস্তশিল্প’ শীর্ষক একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। প্রতিদিন দুপুর ২টো থেকে রাত ৯টা পর্যন্ত এই প্রদর্শনী খোলা থাকবে। বাংলা সঙ্গীতমেলা উপলক্ষে রবীন্দ্রসদন- নন্দন প্রাঙ্গণে অস্থায়ী স্টল তৈরি করে সঙ্গীত-বিষয়ক পুস্তক, রকমারি হস্তশিল্পের প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা থাকছে। সেই সঙ্গে থাকছে নানান স্বাদের খাবারের স্টল।