প্রতিবেদন : কুস্তিগিরদের অদম্য মনোভাবের কাছে হার মানল কেন্দ্রীয় সরকারের ক্রীড়ামন্ত্রক। অন্যায়ভাবে কালিমালিপ্ত ব্রিজভূষণের ঘনিষ্ঠ সঞ্জয় সিংকে কুস্তি ফেডারেশনের মাথায় বসানোর পরেই ক্ষোভে ফেটে পড়েন দেশের পদকজয়ী কুস্তিগিররা। একদিকে সাক্ষী কুস্তি ছাড়ার কথা ঘোষণা করেন। অন্যদিকে বজরং-সহ আরও অনেকে পদ্মশ্রী ও অন্যান্য পদক প্রধানমন্ত্রীর বাড়ির রাস্তায় ফেলে আসেন। দেশ জুড়ে জনমত তৈরি হয়। সোশ্যাল মিডিয়ায় সরকারের ন্যক্কারজনক সিদ্ধান্তকে সমস্বরে বাতিল করতে বলা হয়। প্রবল চাপের মাঝে রবিবার নাটকীয় মোড়। বৃহস্পতিবার নির্বাচনের মাধ্যমে তৈরি হওয়া সর্বভারতীয় কুস্তি সংস্থার নতুন কমিটিকে বরখাস্ত করে দিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক।
আরও পড়ুন-চ.ক্রান্ত-গুজব উড়িয়ে নিশ্চিন্তের টেট
জাতীয় অনূর্ধ্ব ১৫ ও অনূর্ধ্ব ২০ স্তরের প্রতিযোগিতা চলতি মাসের শেষে উত্তরপ্রদেশের গোন্ডাতে হবে বলে সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচিত নতুন কমিটি। সর্বভারতীয় কুস্তি সংস্থার সংবিধান অনুযায়ী, যুব বা সিনিয়র স্তরের যে কোনও প্রতিযোগিতার আয়োজনের আগে কার্যকরী কমিটির বৈঠক করতে হয়। তার পরেই প্রতিযোগিতার সূচি প্রকাশ করা হয়। পাশাপাশি প্রতিযোগীদের প্রস্তুতির জন্য কম করে ১৫ দিনের সময় দিতে হয়। এই সব নিয়মের তোয়াক্কা না করেই ক্রীড়াসূচি ঘোষণা করে দেন সদ্যনির্বাচিত সভাপতি সঞ্জয় সিং। তাই নতুন কমিটিকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক।
আরও পড়ুন-স্বামীজিকে অসম্মান, ফাঁকা মাঠে বাংলার মাথা হেঁট করল বিজেপি
তবে কমিটি ভেঙে দেওয়া হয়নি। পরবর্তী নির্দেশ পর্যন্ত বরখাস্ত করা হয়েছে। এই সময়কালে কুস্তি সংস্থার কাজ চালানোর জন্য ভারতীয় অলিম্পিক সংস্থাকে একটি অ্যাড-হক কমিটি গঠনের অনুরোধ করে চিঠি দিয়েছে ক্রীড়ামন্ত্রক। এই খবর চাউর হতেই প্রতিবাদী কুস্তিগিররা খুশিতে ফেটে পড়েন। নতুন কমিটিকে বরখাস্ত করার সিদ্ধান্ত যদি বহাল থাকে, তাহলে নিজের পদ্মশ্রী পদক ফিরিয়ে নেবেন বলে জানিয়েছেন অলিম্পিক পদকজয়ী কুস্তিগির বজরং পুনিয়া।