প্রতিবেদন : চার শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও সংগ্রামী যৌথ মঞ্চ ডিএ বৃদ্ধির আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবার এই রাজ্য সরকারের কর্মীদের একাংশের বিরুদ্ধেই হুঁশিয়ারি দিলেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী তথা রাজ্য সরকারি কর্মী ফেডারেশনের চেয়ারম্যান মানস ভুঁইয়া।
আরও পড়ুন-পৌষমেলা বন্ধ মানুষ মেনে নেননি : মুখ্যমন্ত্রী
রবিবার জলপাইগুড়ির এক অনুষ্ঠান থেকে মন্ত্রী বলেন, কৃষি দফতরের বিএলআরও, বিডিও অফিসগুলিতে অনেক কর্মী রয়েছেন যাঁরা কো-অর্ডিনেশন কমিটিকে ঘিরে রেখেছেন। সেখানে নজর রাখুন, তালিকা তৈরি করুন এঁরা কারা। এই সভা থেকে বাম সমর্থিত ফেডারেশনকে হুঁশিয়ারি দেন মন্ত্রী। বলেন, বর্তমান রাজ্য সরকার একাধিক জনহিতকর প্রকল্প চালু করছে। কিন্তু সরকারি কর্মচারীদের একাংশ সাধারণ মানুষকে মিথ্যা প্রচার করে ভুল ব্যাখ্যা দিচ্ছেন। ডিএ আন্দোলনকারীদের কটাক্ষ করে মন্ত্রী বলেন, অনেক চিৎকার করেছেন, এবার ১৫ দিন বাড়িতে বিশ্রাম করুন। মুখ্যমন্ত্রী সরকারি কর্মীদের পাশে, কিন্তু তাঁকে অহেতুক আক্রমণ করছে সংগ্রামী যৌথ মঞ্চ। লাল পতাকা, পদ্ম-পতাকা ছেড়ে এবার মুখ্যমন্ত্রীর পাশে থেকে বাংলার উন্নতিতে শামিল হোন। শক্তিশালী নেতাদের নিয়ে যন্তরমন্তরে অবস্থান করুন, রাজ্যের পাওনা আদায় করে আনুন। তাঁর কথায়, চার পার্সেন্ট ডিএ ডিক্লেয়ার হয়ে গেল, আগে ৩-৩ ছয় শতাংশ। পঞ্চম পে কমিশনের শেষ অবধি, ষষ্ঠ পে কমিশনের প্রথম অবধি ১২৫ শতাংশ লিঙ্ক করে দিয়েছে বেসিক পে-র সঙ্গে। এবার ১০ হয়ে ১৩৫ হয়ে গেল। ২৭৭৮ কোটি টাকা আমরা দেব। আমি তাই যৌথ মঞ্চকে বলছি, একটু বিশ্রাম করুন বাড়িতে গিয়ে। মমতার পাশে দাঁড়ান।