সংবাদদাতা, হুগলি : ক্ষমতা থাকলে শ্রীরামপুর থেকে ভোটে দাঁড়ান। ১০ গোল দেব। এই ভাষাতেই রবিবার নিজের খাসতালুক শ্রীরামপুর থেকে গদ্দার অধিকারীকে চ্যালেঞ্জ ছুঁড়লেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবার শ্রীরামপুরে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ সভায় গদ্দার অধিকারীকে একহাত নেন সাংসদ। তিনি বলেন, দেশের সঙ্গে এখন বাংলাকে বিক্রি করার চক্রান্ত করা হচ্ছে। যদি ক্ষমতা থাকে তাহলে শ্রীরামপুর থেকে ভোটে দাঁড়ান গদ্দার অধিকারী। ১০ গোল খেয়ে ফিরবেন। এদিনের সভা থেকে বিজেপিকে আক্রমণ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, লোকসভায় যখন নরেন্দ্র মোদি মিমিক্রি করেছিলেন তাঁরা হেসেছিলেন, আর এখন তিনি করেছেন বলে তাতে রাজনীতির রং লাগানো হচ্ছে। মিমিক্রি একটা আর্ট। কেউ যদি সেটা বুঝতে না পারেন তাহলে কিছু করার নেই।
আরও পড়ুন-সংগ্রামী যৌথ মঞ্চকে হুঁশি.য়ারি মানস ভুঁইয়ার
সংসদে নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি সাংসদ সই করে ভিতরে লোক ঢুকিয়ে দিল তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেই। আর এটা যদি বিরোধী দলের কেউ করত তাহলে কী হত! মহুয়ার বিরুদ্ধে এরা ব্যবস্থা নিচ্ছে আর বিজেপি সাংসদ কিছু করলে সেটা মাফ। সভায় ছিলেন বিধায়ক অসিত মজুমদার, শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ চক্রবর্তী, জেলা যুব সভাপতি শুভদীপ মুখোপাধ্যায়, শহর সভাপতি সন্তোষ সিং-সহ দলীয় নেতৃবৃন্দ।