প্রতিবেদন : বড়দিনের পবিত্র উৎসবে রাজ্যবাসীকে শান্তি ও সৌভ্রাতৃত্বের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে এক্স হ্যান্ডেলে ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন মুখ্যমন্ত্রী। সেখানে সকলকে রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রতি বছরের মতো এবারও ক্রিসমাসের আগের রাতে গির্জায় গিয়ে প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-লক্ষ্যে কর্মসংস্থান, জোর উন্নয়নে বিনিয়োগ টানতে ঢেলে সাজছে রাজ্য
রবিবার মধ্যরাতে বড়বাজারের পর্তুগিজ চার্চে যান মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের প্রতিনিধিরা। সেখানে আর্চ বিশপ তাঁকে স্বাগত জানান। ফিতে কেটে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। এরপর বড়দিনের বিশেষ ক্যারলে অংশ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। রাজ্যবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, উষ্ণতা, হাসি এবং ঐক্যের চেতনায় ভরা একটি আনন্দময় বড়দিনের শুভেচ্ছা। এই উৎসব মরশুম আপনার জন্য সুখ-সমৃদ্ধি এবং আপনার প্রিয়জনের সঙ্গে চমৎকার মুহূর্ত বয়ে আনুক। শুভ বড়দিন!