সদর দরজা খুলতেই চোখ গেল বাড়ির পাঁচিলে। যা দেখলেন তা চোখ কচলিয়ে আবার দেখতে হল। কারণ বাড়ির পাঁচিলে বসেছিল বাঘ (Tiger- pilibhit)। মঙ্গলবার ভোর রাতে শান্তশিষ্ট গ্রামের বাড়ির পাঁচিলে বিরাটাকার ডোরাকাটা বাঘ দেখতেই আঁতকে উঠেছিলেন উত্তরপ্রদেশের পিলিভিটের আটকোনা গ্রামের বাসিন্দারা। শয়ে শয়ে গ্রামবাসী জড়ো হয় বাঘ দেখতে। বাঘ তখন আরামে ঘুমাচ্ছে পাঁচিলে। দু একটা টর্চের আলো চোখে পড়তে চোখ বুজে শুধুই একটু হুঙ্কারে জানান দিল সে আছি। সকালের আলো ফুটতে মানুষের ভিড় বাড়লেও ঘুম ভাঙল না বাঘিনীর। বেলা ১০টা নাগাদ গ্রামে এল বন দফতরের একটি দল।
আরও পড়ুন- ঘন কুয়াশার চাদরে ঢেকেছে দিল্লি, বিঘ্নিত বিমান পরিষেবা
বন দফতর লোকালয়ে বাঘ (Tiger- pilibhit) ও মানুষ দু’পক্ষকেই নিরাপদ রাখতে ঘুম পাড়ানি গুলি ছোঁড়ে। আর তাতেই যেন ঘুম ভাঙল বাঘের। পাঁচিলে উঠে দাঁড়িয়ে গা চুলকে, হাই তুলে সকলকে তাক লাগিয়ে দিল সে। গুলি খাওয়া বাঘ রীতিমত নাকাল করে দিল বন দফতরের কর্মীদের। তারপর অবশেষে খাঁচায় ভরা হয় অর্ধঘুমন্ত বাঘিনীকে। আটকোনা গ্রাম থেকে মাত্র ২০ কিমি দূরে পিলিভিট টাইগার রিসার্ভ। বন দফতরের অনুমান সেখান থেকে কোনও কারণে গ্রামের দিকে চলে আসে এই বাঘিনী। তার স্বাস্থ্যপরীক্ষার পর আবার রিজার্ভ ফরেস্টে ছাড়া হবে বলে জানান বন দফতরের আধিকারিকরা।