সোমনাথ বিশ্বাস, আগরতলা: দলে ফেরা রাজীব বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত প্রশ্নের উত্তর দিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন,” মমতাদি আর অভিষেকের উপর আস্থা রাখুন। তাঁরা যখন কোনো সিদ্ধান্ত নিয়েছেন, তা নিয়ে আমাদের কথা বলা অবাঞ্ছিত।”
এদিন সাংবাদিকদের এই সংক্রান্ত একাধিক প্রশ্নের জবাবে কুণাল বলেন,” রাজীব অত্যন্ত খারাপভাবে দল ছেড়েছিলেন। ভোটের মুখে দল ছেড়েছিলেন। তাই তাঁর প্রতি দলের নেতা, কর্মীদের ক্ষোভ থাকা স্বাভাবিক। এটাও বাস্তব যে যাঁরা গিয়েছিলেন, তাঁদের ছাড়াই কঠিন লড়াই জিতেছে তৃণমূল। কর্মীরা জীবন বাজি রেখে লড়েছিলেন। সন্ধিক্ষণের ভোট জিতেছিলেন। আমাদের সর্বোচ্চ নেত্রী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানেন কারা বিশ্বাসঘাতকতা করেছিলেন এবং কারা দলের হয়ে জীবন বাজি রেখে লড়েছিলেন। ফলে তাঁরা যদি কোনো কারণে কিছু সিদ্ধান্ত নেন, তাঁদের উপর আস্থা রাখুন।”
আরও পড়ুন-ত্রিপুরার মন্ত্রী ও বিজেপি নেতাদের কুৎসার কড়া জবাব দিয়ে পাল্টা চাপ বাড়িয়ে দিলেন কুণাল ঘোষ
কুণাল আরও বলেন,” রাজীব বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য। তিনি যদি বিজেপি শাসিত রাজ্যে দাঁড়িয়ে নিজের ভুল প্রকাশ্যে স্বীকার করে মানুষকে বলেন ভুল করেও বিজেপিকে ভোট দেবেন না, এই বার্তার গভীর তাৎপর্য। রাজীবকে এই রাজ্যেই তৃণমূল সংগঠনে কাজের সহযোগিতার দায়িত্ব দিয়েছেন শীর্ষনেতৃত্ব। দলের শীর্ষনেতৃত্বের উপর আস্থা রাখুন। এই বিষয়ে আমরা আলোচনা করলে সেটা অবাঞ্ছিত বিষয় হবে। শীর্ষনেতৃত্ব অনেক দিক খতিয়ে দেখে কিছু কিছু ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত নিচ্ছেন। আস্থা রাখুন। দল আরও শক্তিশালী হবে। নতুন নতুন জায়গায় বিস্তার লাভ করবে। তৃণমূলে কর্মীরাই সম্পদ। তাঁদের অবদানকে শীর্ষনেতৃত্ব সম্মান করেন।”