বন্ধ হয়ে গিয়েছিল হাওড়ায় ক্রিসমাস কার্নিভাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ফের বৃহস্পতিবার থেকেই শুরু হবে হাওড়ার ক্রিসমাস কার্নিভাল (Howrah Christmas Carnival)। ডুমুরজলার হেলিপ্যাড থেকেই মমতা বন্দ্যোপাধ্যা জানান, “কার্নিভাল হবে। আমি পুলিশকে নির্দেশ দিয়েছি। আইনত যা যা অ্যাকশন তা পুলিশ নেবে। আজ থেকেই চালু হবে কার্নিভাল (Howrah Christmas Carnival)। যা হয়েছে তা ঠিক নয়। আমি এসব বরদাস্ত করব না। আমি ইতিমধ্যে পুলিশের সঙ্গে কথা বলেছি। কয়েকজনের জন্য কোনোভাবেই কার্নিভাল বন্ধ হতে পারে না। এটা বেআইনি”। মুখ্যমন্ত্রী আরও বলেন, “পুর প্রশাসককে বলব, নিজের মতো সিদ্ধান্ত নিন। পুলিশ যা যা ব্যবস্থা নেওয়ার নেবে। কেউ কোনও সমস্যা করলে, আইন আইনের পথে চলবে”। একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, মন্ত্রী অরূপ বিশ্বাস আজই হাওড়ায় যাচ্ছেন।
আরও পড়ুন- কুয়াশা-শৈত্যপ্রবাহের দাপট চলবে উত্তরভারতজুড়ে, জারি সতর্কতা
গত ২২ ডিসেম্বর হাওড়ায় ক্রিসমাস কার্নিভালের উদ্বোধন করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ১২দিন ধরে চলার কথা ছিল হাওড়ার এই ক্রিসমাস কার্নিভাল। কিন্তু বেআইনিভাবে পার্কিংয়ের অভিযোগে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পার্কিং কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন অনেকেই। এরপরেই নিরাপত্তার অভাবের কারণ দেখিয়ে কার্নিভাল বন্ধের সিদ্ধান্ত নেয় পুরসভা। সম্প্রতি বিশিষ্ট শিশু সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় এবং কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের নামে হাওড়া পুরসভার উদ্যোগে চালু হয়েছে ষষ্ঠী-নারায়ণ ইকো পার্ক। সোমবার এই পার্কের উদ্বোধন করেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী অরূপ রায়। সেখানেই চলছে ক্রিসমাস কার্নিভাল। কিন্তু শুরু হওয়ার ৫ দিনের মধ্যেই কিছু বিক্ষিপ্ত ঘটনার জেরে মাত্র ৫ দিনের মাথায় বন্ধ হয়ে যায় কার্নিভাল। তবে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর নির্দেশেই কাটল জট।