দুবাই, ১ নভেম্বর : পাকিস্তানের পর নিউজিল্যান্ড ম্যাচেও চূড়ান্ত ব্যর্থ তারকাখচিত ভারতীয় ব্যাটিং লাইনআপ। কিংবদন্তি ভারতীয় ওপেনার সুনীল গাভাসকর মনে করছেন, ভুল ব্যাটিং অর্ডারই কিউয়িদের বিরুদ্ধে বিরাটদের ডুবিয়েছে। বিশেষ করে, রোহিত শর্মাকে কেন ওপেন না করিয়ে তিন নম্বরে ব্যাট করতে পাঠানো হল, তা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন গাভাসকর। প্রাক্তন ভারত অধিনায়ক মনে করছেন, এর ফলে রোহিতকে বুঝিয়ে দেওয়া হল, তাঁর উপরে টিম ম্যানেজমেন্টের ভরসা নেই।
আরও পড়ুন : আফগানিস্তানের বিরুদ্ধেও বিরাটরা হেরে যেতে পারে : শোয়েব আখতার
এই প্রসঙ্গে গাভাসকরের বক্তব্য, ‘‘আমি জানি না কেন রোহিতকে তিন নম্বরে পাঠানো হল। কেনই বা বিরাট চারে ব্যাট করল। রোহিতের মতো অভিজ্ঞ এবং সফল ওপেনারের বদলে হঠাৎ করে ঈশান কিষানের মতো তরুণকে দিয়ে ওপেন করানো হল। যা কোনও কাজে এল না।’’ কোনও রাখঢাক না করেই সানি আরও বলেন, ‘‘এই সিদ্ধান্তে রোহিতকে বোঝানো হল, বাঁহাতি ট্রেন্ট বোল্টের বোলিংয়ের সামনে তোমার উপরে ভরসা নেই। এতে রোহিতের আত্মবিশ্বাসেও চিড় ধরতে পারে। যদি ঈশান ৭০ বা তার বেশি রানের ইনিংস খেলে দিত, তাহলে সবাই এই সিদ্ধান্তের প্রশংসা করত। কিন্তু সেটা যখন হয়নি, তখন সমালোচনা তো হবেই।’’ গাভাসকরের মতো আরেক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মদললালও রোহিতকে তিনে ব্যাট করানোর সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘‘বিরাট ছাড়াও ভারতীয় দল পরিচালনা সমিতিতে মহেন্দ্র সিং ধোনি, রবি শাস্ত্রীরা রয়েছে। তবে যারাই এই সিদ্ধান্ত নিয়েছে, তারা ভুল করেছে। রোহিত দীর্ঘদিন ধরে ওপেন করে আসছে। টি-২০ ক্রিকেটে ও ম্যাচ উইনার। তাই এমন গুরুত্বপূর্ণ ম্যাচে রোহিতের ওপরেই আস্থা রাখা উচিত ছিল।’’