দুবাই, ১ নভেম্বর : ভারতের বিরুদ্ধে ৮ উইকেটে জয়ের জন্য টিমের বোলারদের কৃতিত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড। একই সঙ্গে তিনি জানাচ্ছেন, তারকাখচিত ভারতীয় ব্যাটিং লাইনআপকে মাত্র ১১০ রানে আটকে দেওয়া বড় কৃতিত্ব।
প্রসঙ্গত, রবিবাসরীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট মাত্র ১১০ রান স্কোরবোর্ডে তুলেছিলেন বিরাট কোহলিরা। যা টি-২০ বিশ্বকাপের ইতিহাসে প্রথম ব্যাট করে ভারতের সর্বনিম্ন রানের নজির। এর আগে ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪ উইকেটে ১৩০ রান করেছিল ভারত।
রবিবারের ম্যাচে বাঁহাতি কিউয়ি পেসার ট্রেন্ট বোল্ট ২০ রানে ৩ উইকেট শিকার করে ভারতীয় ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন। লেগস্পিনার ইশ সোধি ১৭ রানে ২ উইকেট দখল করেন।
আরও পড়ুন : তিনে রোহিত, আস্থা নেই দলের? প্রশ্ন গাভাসকরের
বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার চার ওভারে মাত্র ১৫ রান খরচ করেন। স্টিড বলছেন, ‘‘আমাদের বোলাররা অসাধারণ বল করেছে। যতদিন ধরে আমি কোচ হিসেবে টিমের সঙ্গে যুক্ত, তাতে টি-২০ ফরম্যাটে এটাই আমাদের বোলারদের সেরা পারফরম্যান্স। তারকাখচিত ভারতকে মাত্র ১১০ রানে আটকে দেওয়া বিশাল বড় কৃতিত্ব।’’ কোচের মতো বোলারদের প্রশংসা করেছেন কেন উইলিয়ামসনও। নিউজিল্যান্ডের অধিনায়কের বক্তব্য, ‘‘সীমিত ওভারের ফরম্যাটে ইশ সোধি একজন দুর্দান্ত বোলার। স্পিন সহায়ক উইকেটে স্যান্টনারও দারুণ বল করল। বোল্ট তো শুরুতেই ভারতের টপ অর্ডারকে ধাক্কা দিয়েছিল।’’
উইলিয়ামসন আরও বলেন, ‘‘এই পিচে রান তাড়া করা সহজ ছিল না। তবে আমাদের দুই ওপেনার দুর্দান্ত ব্যাট করে কাজটা সহজ করে দিয়েছিল। ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে জয় পেতে গেলে আপনাকে অলরাউন্ড পারফরম্যান্স করতে হবে। সেটা করতে পেরেছি বলেই ম্যাচ জিতেছি।’’