প্রতিবেদন : তফসিলি জাতি এবং উপজাতির ছেলেমেয়েরা যাতে আইআইটি-র (IIT Training) মতো শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা নিশ্চিত করতে পারেন, তার জন্য রাজ্য সরকার বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালু করতে চলেছে। সংশ্লিষ্ট পড়ুয়ারা একাদশ শ্রেণিতে উঠলেই এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। নতুন বছরের প্রথম মাস থেকে একাদশ শ্রেণির পড়ুয়াদের নিয়ে প্রথম ব্যাচ শুরু হবে। বছরে প্রায় দু’হাজার তফসিলি পড়ুয়া প্রশিক্ষণের সুবিধা পাবেন। বিশেষজ্ঞ সংস্থা নিযুক্ত করে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনার দ্বায়িত্ব দেওয়া হবে। প্রসঙ্গত তফসিলি জাতি উপজাতির পড়ুয়াদের জন্য এর আগেই বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচি চালু রয়েছে। সেখানে এ পর্যন্ত প্রায় ২৮৮০ জন প্রশিক্ষিত হয়েছেন। প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় ২২০০ পড়ুয়া উচ্চমাধ্যমিকের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার সুযোগও পেয়ে গিয়েছেন। এখন থেকে এক বছরের জায়গায় দুবছর প্রশিক্ষণের সুযোগ পাবেন পড়ুয়ারা।
মনে করা হচ্ছে, এই পদক্ষেপে সাফল্যের হার আরও বৃদ্ধি পাবে।
একই সঙ্গে, গ্রুপ-সি, গ্রুপ-ডি এবং এই জাতীয় অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ারও ব্যবস্থা করছে রাজ্য। আগামী মাস থেকেই ওই কর্মসূচি শুরু হবে। বছরে প্রায় ১৩০০ পড়ুয়া ওই প্রশিক্ষণের সুযোগ পাবেন।
আরও পড়ুন- ফের বাংলা বিরোধী আচরণ, সাধারণতন্ত্রে বাতিল কন্যাশ্রী ট্যাবলো