যাত্রায় ৮৫ জেলা পেরোবেন রাহুল

১৪ জানুয়ারি থেকে শুরু হবে রাহুল গান্ধীর ‘ভারত ন্যায় যাত্রা’। তার রুট চূড়ান্ত করতে আগামী ৪ জানুয়ারি বৈঠক ডেকেছে কংগ্রেস হাইকমান্ড

Must read

প্রতিবেদন : ১৪ জানুয়ারি থেকে শুরু হবে রাহুল গান্ধীর ‘ভারত ন্যায় যাত্রা’। তার রুট চূড়ান্ত করতে আগামী ৪ জানুয়ারি বৈঠক ডেকেছে কংগ্রেস হাইকমান্ড। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর নেতৃত্বে ৬৭ দিনের এই যাত্রা ১৪টি রাজ্যের মধ্য দিয়ে হবে। কংগ্রেসের ১৪ জন রাজ্য সভাপতি এবং দলের সংসদীয় নেতাদের নিয়ে এই বৈঠক হবে আগামী ৪ জানুয়ারি।

আরও পড়ুন-উলফার সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর কেন্দ্র ও অসম সরকারের

একই দিনে ‘ভারত ন্যায় যাত্রা’র লোগোও প্রকাশ করা হবে। তবে যাত্রার রুট ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৮ জানুয়ারি। এই যাত্রার থিম সং প্রকাশিত হবে ১২ জানুয়ারি।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, এবারের যাত্রা ভারত জোড়ো যাত্রার মতো পুরোপথ পায়ে হেঁটে নয়, বরং কয়েক কিলোমিটার হেঁটে বাকি যাত্রা বাসে হবে। যাত্রাপথে বিভিন্ন রাজ্যের বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন রাহুল গান্ধী। মণিপুর থেকে মুম্বই, ভারতের পূর্ব থেকে পশ্চিমে মোট ৮৫টি জেলার মধ্য দিয়ে যেতে সময় লাগবে মোট ৬৭ দিন।

Latest article