সংবাদদাতা, হাওড়া : গত বছর বড়দিনে হাওড়া পুরসভার উদ্যোগে শরৎ সদন চত্বরে থ্রিডি তারামণ্ডল চালু হয়েছিল। গতবার শীতের মরশুমে এই তারামণ্ডলে ভিড় উপচে পড়েছিল। এবছরও তার তার অন্যথা হচ্ছে না। প্রতিদিন ৪টি শোয়ের সবগুলিই হাউসফুল চলছে। নির্দিষ্ট ৪টি শো ছাড়াও স্কুল পড়ুয়াদের জন্যে বিশেষ শোও করা হচ্ছে। হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী জানান, বিকেল ৩টে, ৪টে ৫টা ও সন্ধ্যা ৬টায় শো হয়। ১০০টি আসন রয়েছে তারামণ্ডলে।
আরও পড়ুন-পলাশি, বেথুয়াডহরি, নবদ্বীপ, মায়াপুরে শুরু পর্যটক-ঢল
এই কদিন প্রতিটি শো’ই হাউসফুল চলছে। গত বছর দেশের প্রথম থ্রিডি প্ল্যানেটরিয়াম চালু হয়েছিল হাওড়ায়। পুরসভার উদ্যোগে ১৪ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছিল অত্যাধুনিক এই তারামণ্ডড। চোখ ধাঁধানো থ্রিডি শোয়ের পাশাপাশি জাপানি প্রযুক্তির সাউন্ড ব্যবহার এই তারামণ্ডলকে দর্শকদের কাছে বিশেষ আকর্ষণীয় করে তোলে। টিকিটের মূল্য ১২০ টাকা হলেও স্কুল পড়ুয়াদের জন্য টিকিট মূল্য ৭০ টাকা রাখা হয়েছে। গতবার শীতের মরশুমে ভিড় উপচে পড়েছিল হাওড়ার এই তারামণ্ডলে। এবারও বড়দিনের সময় থেকে এখানে ভিড় বাড়ছে। অধিকাংশ স্কুলেই ছুটি পড়ে গেছে। স্কুল পড়ুয়ারাও ভিড় করছে। শুধু হাওড়াই নয়, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এমনকি কলকাতা থেকেও বহু মানুষ হাওড়ার তারামণ্ডলে থ্রিডি শো দেখতে আসছেন।