ঢেলে উত্তরপ্রদেশ (UttarPradesh) সাজাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। অন্যদিকে নারী নিরাপত্তা তলানিতে গিয়ে ঠেকেছে। উত্তর প্রদেশের রামনগরী অযোধ্যা আর সেখানে আজ শনিবারই অযোধ্যা রেল স্টেশনের উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী। অন্যদিকে কলেজপড়ুয়া এক তরুণীর গায়ে আগুন ধরিয়ে দিলেন এক যুবক। নারী নিরাপত্তা যে অনেকদিন আগেই শিঁকেয় উঠেছে সেই বিষয়ে সন্দেহ নেই। জানা গিয়েছে, কলেজ যাওয়ার পথে ওই তরুণীর পথ আটকে গায়ে পেট্রল ঢেলে আগুল লাগিয়ে দেওয়া হয়। তরুণীর শরীরের ২০ শতাংশ পুড়ে গিয়েছে।
আরও পড়ুন-যাত্রীদের জন্য নয়া ফতোয়া জারি রেলের
উত্তরপ্রদেশের অযোধ্যা জেলার তারুন থানা এলাকার এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযুক্ত যুবকের নাম আশু, তার বয়স ১৯ বছর। তরুণী কলেজ যাওয়ার পথে তাঁর পথ আটকে গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় এই যুবক। রাস্তার ধারের গর্তে জমে থাকা জলের উপর লাফিয়ে কোনমতে নিজের প্রাণ বাঁচান এই তরুণী। চিৎকার শুনে প্রতিবেশী লোকজন ছুটে আসে। যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে যায় পুলিশ। এরপরেই যুবককে তাড়া করে ধরা যায়। রাস্তার মাঝেই পুলিশের গুলি গিয়ে লাগে যুবকের পায়ে। এই ঘটনায় এক পুলিশকর্মীও আহত হয়েছেন।
জানা যায়, যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। কেন তিনি তরুণীর গায়ে আগুন ধরিয়ে দিয়েছিলেন, তরুণীর সঙ্গে তাঁর কী সম্পর্ক, প্রেমঘটিত কোনও আক্রোশ রয়েছে কি না, এইসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তরুণীকেও সুস্থ হলে জিজ্ঞাসাবাদ করা হবে।