কেটে যাচ্ছে আরও একটি বছর। পুরোনোকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানাতে কলকাতা (Kolkata) ইতিমধ্যেই প্রস্তুতি সেরে ফেলেছে। বড়দিনের আগে থেকেই শহর কলকাতা উৎসবে ভেসেছে। পার্ক স্ট্রিট জুড়ে উৎসবের আবহাওয়া। পাটুলি থেকে লেকটাউন, শপিং মল থেকে দর্শনীয় স্থান সর্বত্র নতুন বছরকে স্বাগত জানাতে সাধারণ মানুষ উৎসবে শামিল।
আরও পড়ুন-যোগীরাজ্যে তরুণীর গায়ে পেট্রল ঢেলে আ.গুন জ্বা.লিয়ে দিলেন যুবক
কলকাতা পুলিশ উৎসবের আবহে মানুষের এই উৎসব নির্বিঘ্নে মেটাতে নিরাপত্তা দিতে তৎপর। লালবাজার সূত্রে খবর, ৩১শে ডিসেম্বর রাতে প্রায় আড়াই হাজার পুলিশি নিরাপত্তা থাকবে পার্ক স্ট্রিটে। রবিবার বিকেল থেকে পার্ক স্ট্রিট ছ’টি সেক্টরে ভাগ করা হবে। এদিন নিরাপত্তার দায়িত্বে থাকছেন দশজন ডেপুটি কমিশনার পদ মর্যাদার পুলিশ আধিকারিক। থাকবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ইন্সপেক্টর ও অন্যান্য পুলিশ কর্মীরা।
আরও পড়ুন-যাত্রীদের জন্য নয়া ফতোয়া জারি রেলের
প্রতি বছর রাত বারোটার সময় বাইক আরোহীদের বেপরোয়া গতি বেড়ে যায়। তাই মল্লিক বাজার, নিউ মার্কেট, এজেসি বোস রোড, বউ বাজার এবং এক্সাইড মোড়ের মত বেশ কয়েকটি জায়গাতে নজরদারি বাড়ানো হচ্ছে।
আরও পড়ুন-আন্তর্জাতিক বাজারে প্রায় ২ শতাংশ কমেছে অপরিশোধিত জ্বালানির দাম, নীরব কেন্দ্র
লালবাজার বাইকের উপর নিয়ন্ত্রণ আনতে ইএম বাইপাসে আগের থেকে বেশি নজর রাখতে চলেছে। প্রতি বছরই এই ভিড়ে ইভটিজিং-সহ নানান অপরাধ হয়। সেই অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নজরদারি চালাবে পুলিশ। পার্ক স্ট্রিটের উপর গাড়ি নিয়ন্ত্রণ করা হবে। তাছাড়া ওয়াকিং বে করা হবে। নজরে থাকবে রেস্টুরেন্ট ও পানশালা। তাছাড়া লালবাজার তরফে প্রতিটি রাস্তায় চলবে নাকা চেকিং। কাল রবিবার ও সোমবার সকালে চিড়িয়াখানা, ময়দান, ভিক্টোরিয়া, গঙ্গার ঘাটগুলোতে থাকবে পুলিশি নজরদারি। ওয়াচ টাওয়ার ছাড়াও পার্ক স্ট্রিট এলাকার কয়েকটি বহুতল থেকে দূরবীন দিয়ে চলবে নজরদারি।