প্রতিবেদন : আগামী বছর মাধ্যমিক শুরু হচ্ছে ৭ মার্চ। উচ্চমাধ্যমিক ২ এপ্রিল থেকে। একাদশ শ্রেণির পরীক্ষা উচ্চমাধ্যমিকের সঙ্গেই হবে। তবে দুটি পরীক্ষার সময়সূচি আলাদা হবে। সব থেকে বড় স্বস্তি একাদশ ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা সকলেই হোম সেন্টারে পরীক্ষা দেবে। কোভিডের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষায় অবশ্য হোম সেন্টার হচ্ছে না।
করোনা আতঙ্ক কাটিয়ে ক্রমশ ছন্দে ফিরছে জনজীবন। লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়েছে রাজ্যে। আর দু’সপ্তাহ পর থেকে খুলছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে ঘোষিত হয়ে গেল ২০২২ সালের মাধ্যমিক আর উচ্চমাধ্যমিক পরীক্ষাসূচি। এদিন মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ যৌথ এক সাংবাদিক সম্মেলন করে এই তথ্য জানিয়েছে। সোমবার মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করলেন পর্ষদ সভাপতি কল্যাণময় গাঙ্গুলি। অন্যদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করেন রাজ্য উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
আরও পড়ুন : ত্রিপুরা মুখ্যমন্ত্রীর ওএসডির কুরুচিকর মন্তব্য, তীব্র প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের।
মাধ্যমিকের যে পরীক্ষাসূচি সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে পরীক্ষা শুরুর দিন অর্থাৎ ৭ মার্চ হবে প্রথম ভাষার পরীক্ষা, ৮ মার্চ দ্বিতীয় ভাষার পরীক্ষা, ৯ মার্চ ভূগোল, ১১ মার্চ ইতিহাস, ১২ মার্চ জীবনবিজ্ঞান, ১৪ মার্চ অঙ্ক, ১৫ মার্চ ভৌতবিজ্ঞান ও ১৬ মার্চ হবে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা। প্রতিটি পরীক্ষা হবে বেলা ১১টা ৪৫ মিনিট থেকে দুপুর ৩টে পর্যন্ত। মাধ্যমিক পরীক্ষা অবশ্য হোম সেন্টারে হচ্ছে না বলেই এদিন জানিয়েছেন পর্ষদ কর্তা। একই সঙ্গে তিনি জানিয়েছেন, কোভিড পরিস্থিতি ঠিক থাকলে ডিসেম্বরের শেষেই টেস্ট পরীক্ষা নেওয়া হবে। স্কুলগুলিতেই সেই পরীক্ষা হবে। অন্যদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২ এপ্রিল থেকে। চলবে ২০ এপ্রিল পর্যন্ত। ওই সময় দুই দফায় একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা নেওয়া হবে। প্রথম দফায় সকাল ৯টা ৪৫ থেকে দুপুর ১টা পর্যন্ত হবে দ্বাদশ শ্রেণির পরীক্ষা আর দ্বিতীয় দফায় দুপুর ২টো থেকে বিকাল ৫টা ১৫ পর্যন্ত হবে একাদশ শ্রেণির পরীক্ষা। বিষয়সূচিও মোটামুটি একই থাকবে। ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে।
পরীক্ষার সময় কোভিড বিধি যাতে অক্ষরে অক্ষরে পালন করা হয় সেদিকে বিশেষ নজর রাখবে শিক্ষা দফতর। পরীক্ষার্থীদের কোভিড সুরক্ষা বিশেষ অগ্রাধিকার পাবে পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে।