প্রতিবেদন : বর্ষবরণের রাতে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহর থেকে জেলা কড়া নিরাপত্তা, কঠোর প্রশাসন। অতন্দ্রপ্রহরী পুলিশ। যার ফলে রাতের শহরে মোটরবাইকের দৌরাত্ম্য অনেকটাই কম ছিল এবার। হেলমেটহীন বাইক আরোহীদের জরিমানা করা হয়। এবার বর্ষবরণের রাতে কলকাতা শহরে বেপরোয়া গতির বলির কোনও খবর নেই। তবে তার মধ্যেও কলকাতা শহরে বিভিন্ন ক্ষেত্রে আইন ভেঙে গ্রেফতার ৪৫৭ জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩১ ডিসেম্বর রাস্তায় ট্রাফিক আইন অমান্যকারীর সংখ্যাটি কম নয়। অভিযোগ পেয়েই প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে পুলিশ।
আরও পড়ুন-সাইকোলজিক্যাল কাউন্সেলিং শুরু সিবিএসই-র
হেলমেট না পরে বাইক চালানোর অভিযোগে রবিবার সারা দিনে ৫৫৭টি অভিযোগ দায়ের হয়। বাইকের পিছনের আসনে বসে হেলমেট না-পরার ঘটনায় ২১৬টি অভিযোগ দায়ের হয়েছে। মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ২৮৭টি অভিযোগ দায়ের হয়েছে। এ ছাড়াও পুলিশের তরফে জানানো হয়েছে, বেপরোয়া ভাবে ট্রাফিক আইন ভাঙার ঘটনা ঘটেছে ৩১১।
বর্ষবরণের রাতে অভিযান চালিয়ে কলকাতা থেকে প্রায় ৪৯ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করল পুলিশ। এর পাশাপাশি, অভব্য আচরণের অভিযোগে রবিবার রাতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে ৪৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে আগেই জানা গিয়েছিল, বর্ষবরণের রাতে মত্ত অবস্থায় বেপরোয়া আচরণ করে ধরা পড়লেই পাঁচ হাজার থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে অভিযুক্তকে।
আরও পড়ুন-আগামী চারদিন রাজ্যে বন্ধ থাকবে রেজিস্ট্রি বিয়ে
সবমিলিয়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবার শুরু থেকেই সতর্ক ছিল পুলিশ। পার্ক স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, রাসেল স্ট্রিট, মিডলটন রো-সহ শহরের বিভিন্ন রাস্তায় এ-বছর পুলিশি নজরদারি বাড়ানো হয়। ফলে সেভাবে বড়সড় কোনও দুর্ঘটনার খবর নেই শহরে। কড়া হাতে সবকিছু সামাল দিয়ে লেটার মার্কস পেল কলকাতা পুলিশ।
আইন ভেঙে শহরে গ্রেফতার ৪৫৭ জন
মত্ত অবস্থায় বাইক চালানোর অভিযোগ ২৮৭
হেলমেট না পরে বাইক চালানোর অভিযোগ ৫৫৮
বাইকে হেলমেটহীন আরোহী ২১৬
বেআইনি মদ বাজেয়াপ্ত ৪৯ লিটার