করোনার (Corona) পরেও আতঙ্ক বেড়েই চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক আগেই জানিয়েছিল চিন (China) থেকে ভারতেও এক বিশেষ ধরণের নিউমোনিয়ার (Pneumonia) প্রকোপ বাড়তে পারে। জানা গিয়েছে, কলকাতায় (Kolkata) বাঁশদ্রোণীতে দশ বছরের এক মেয়ের শরীরে মাইকোপ্লাজমা নিউমোনি ব্যাকটেরিয়ার খোঁজ পাওয়া গিয়েছে। এই ব্যাকটেরিয়ার ফলেই অ্যাকিউট নিউমোনিয়া হতে পারে। আপাতত মেয়েটি পার্ক সার্কাসের ইনস্টিটিউট অব চাইল্ড হেলথে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, সর্দি ও শুকনো কাশির উপসর্গ নিয়ে মেয়েটি আসে। প্রচন্ড জ্বর ছিল গায়ে। শুধু তাই নয়, চোখেও সংক্রমণ দেখা গিয়েছিল। চোখ লাল হয়ে ফুলে যায়। প্রাথমিকভাবে অ্যাডেনোভাইরাসের সংক্রমণ মনে হলেও পরে দেখা যায় অন্য কিছু। মেয়েটির থুতু-লালার নমুনা পরীক্ষা করে মাইকোপ্লাজমা নিউমোনিয়া ধরা পড়ে। এরপর মেয়েটির প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল। তাকে অক্সিজেন সাপোর্টে রাখতে হয়। নিউমোনিয়ার অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে মেয়েটির অবস্থা স্থিতিশীল হয়।
আরও পড়ুন-ন্যায় সংহিতার জের, দিকে দিকে ট্রাক ও লরি চালকদের অবরোধ, উত্তরপ্রদেশে গুলি চালাল পুলিশ
এইমুহূর্তে চিনের হাসপাতালগুলিতে অস্বাভাবিক ভিড়। বেজিং এবং লিয়াওনিং প্রদেশে এই রহস্যজনক নিউমোনিয়ায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা । এই রহস্যজনক রোগ উত্তর চিনে স্কুল পড়ুয়াদের মধ্যে বেশি দেখা গিয়েছে। রোগের উপসর্গ খানিক ইনফ্লুয়েঞ্জার মতো পরিস্থিতি মারাত্মক হয়ে যাচ্ছে। বেশ কিছু জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল। বেজিং এবং লিয়াওনিংগে হাসপাতালগুলিতে এই নিউমোনিয়া রোগে আক্রান্ত শিশুদের ভিড় উপচে পড়ছে।