নয়াদিল্লি, ২ জানুয়ারি : কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের কাছ থেকে জাতীয় কুস্তি সংস্থার দায়িত্ব পেয়েই মাঠে নেমে পড়েছে অ্যাড-হক কমিটি। ফ্রেব্রুয়ারির শুরুতে জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের কথা ঘোষণা করেছিলেন কমিটির চেয়ারম্যান ভূপেন্দর সিং বাজওয়া। কিন্তু এই কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে এবার চ্যালেঞ্জ ছুঁড়লেন বিতর্কিত ব্রিজভূষণের ‘কাছের লোক’ সঞ্জয় সিং। জাতীয় শিবির বা চ্যাম্পিয়নশিপ চালু করার কোনও অধিকার অ্যাড-হক কমিটির নেই বলে জানালেন তিনি।
আরও পড়ুন-শীঘ্রই সমঝোতা চুক্তি খাদ্য প্রক্রিয়াকরণ দফতর-এনএইচআরডিএফের, পেঁয়াজ চাষে উৎকর্ষ কেন্দ্র গড়বে রাজ্য
ভারতীয় কুস্তি নিয়ে ডামাডোলের শেষ নেই। ফেডারেশনের নির্বাচিত সভাপতি সঞ্জয় সিংকে মেনে না নিয়ে সাক্ষী মালিক থেকে বিনেশ ফোগট, বজরং পুনিয়া থেকে বীরেন্দ্র সিং (মুক ও বধির) দেশের একাধিক তারকা কুস্তিগিররা ভারত সরকারের দেওয়া সাম্মানিক পদক ফিরিয়ে দিয়েছেন। সাত মাসও বাকি নেই, দোড়গোড়ায় প্যারিস অলিম্পিক। যেটা মনে করিয়ে দিয়ে যত দ্রুত সম্ভব কুস্তির জাতীয় শিবির আয়োজন করার ব্যাপারে ক্রীড়ামন্ত্রকের কাছে অনুরোধ করেছিলেন বজরং। এখন জাতীয় চ্যাম্পিয়নশিপে বাধা দিয়ে সঞ্জয় বলেন, “আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছি। আমরা অ্যাড-হক প্যানেল বা ক্রীড়ামন্ত্রকের সিদ্ধান্তকে মান্যতা দিচ্ছি না। আমরাই ফেডারেশন চালাচ্ছি। চ্যাম্পিয়নশিপ আয়োজনের কোনও অধিকারই ওদের নেই।” সঞ্জয় যোগ করেছেন, “জয়পুরে কুস্তিগিরদের লড়াইয়ের অনুমতিই দেবে না রাজ্য সংস্থাগুলি। তাহলে লড়বে কারা?”