বেইরুটে ইজরায়েলি হানায় খতম হামাসের শীর্ষনেতা

Must read

প্রতিবেদন : যুদ্ধের আঁচ অন্যত্রও ছড়িয়ে পড়ছে। প্যালেস্টাইন ছাড়িয়ে এবার লেবাননের বেইরুট শহরে হামলা চালাল ইজরায়েল। সে-দেশের সেনার হামলায় বেইরুটে মৃত্যু হল হামাসের অন্যতম শীর্ষনেতা সালেহ আল-আরুরির (saleh al aruri)। হামাসের উপপ্রধান ছিলেন সালেহ। হামাসের তরফে নিশ্চিত করা হয়েছে এই (saleh al aruri) মৃত্যুর খবর।
সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, লেবাননের বৃহত্তম শহর বেইরুটের দক্ষিণ শহরতলিতে হামাসের ডেরায় হামলা চালায় ইজরায়েল। শুরু থেকেই হামাসের প্রতি সহমর্মিতা দেখাচ্ছে লেবানন, ইরান সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশ। গাজার বাইরে অন্যান্য দেশে থেকে ইজরায়েলের বিরুদ্ধে হিংসা চালানো হচ্ছে বলে অভিযোগ বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের। ফলে অন্য দেশে লুকিয়ে থাকা হামাস নেতাদের নিকেশ করতে ইজরায়েলি গোয়েন্দা বাহিনী সক্রিয়ভাবে কাজ করে চলেছে। এবারের হামলায় সালেহ ও তাঁর দেহরক্ষীরা সকলেই মারা গিয়েছেন বলে জানা যাচ্ছে। বেইরুটের যে বিল্ডিংয়ে ওই জঙ্গি নেতা ছিলেন সেখানকার দুটি তলা ও সামনে দাঁড়ানো একটি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ইজরায়েলের হামলায়। হামাস নিধনে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বারবার হুঁশিয়ারি দিয়েছিলেন, যতক্ষণ না পর্যন্ত শেষ হামাস জঙ্গির মৃত্যু হচ্ছে ততক্ষণ লড়াই থামবে না। সেইমতো এবার প্যালেস্টাইন ছাড়িয়ে লেবাননের মাটিতে হামলা চালাল ইজরায়েল। গত ৭ অক্টোবর ইজরায়েলের বুকে হামলা চালায় হামাস। তার পরই ‘জবাব’ দিতে গাজা ভূখণ্ডে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। সেই সংঘর্ষ এখনও জারি। হামাস বনাম ইজরায়েল যুদ্ধে এ পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ২২ হাজার প্যালেস্টিনীয়র। নিহতদের মধ্যে শিশু ও মহিলার সংখ্যাই বেশি। এখনও হামাসের হাতে পণবন্দি থাকা সব মানুষকে উদ্ধার করতে পারেনি ইজরায়েল। শীর্ষনেতার মৃত্যুর পর হামাস কোনও বদলার পথে যায় কি না সেটাই দেখার। ফলে পণবন্দিদের নিয়ে উদ্বেগ বাড়ছেই।

আরও পড়ুন- হস্তশিল্পীর মৃত্যুতেও এবার আর্থিক সাহায্য রাজ্যের

Latest article