এক মর্মান্তিক ঘটনায়, একজন স্ত্রী নিজের অজান্তেই আহমেদাবাদ (Ahmedabad) থেকে অযোধ্যাগামী সবরমতি এক্সপ্রেস (Sabarmati Express) ট্রেনে ১৩ ঘণ্টা ধরে স্বামীর মৃতদেহের পাশে বসে ছিলেন। এই দম্পতি তাদের সন্তানদের নিয়ে সুরাট থেকে অযোধ্যা যাওয়ার ট্রেনে উঠার পর ঘটনাটি ঘটে। এই ব্যক্তি সুরাটে ট্রেনে উঠেছিলেন। তার সঙ্গে তার স্ত্রী, সন্তান এবং তার একজন সহযোগী ছিলেন। ট্রেনে ওঠার কিছুক্ষণ পরেই, ভদ্রলোক তার স্ত্রীর পাশে বসে ঘুমিয়ে পড়েন। কয়েক ঘণ্টা পরও ওই ব্যক্তি ঘুম থেকে না উঠলে তার পরিবার ও অন্যরা তাকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করে। তবে তিনি সাড়া দেন নি। এতে যাপরিবারের সকলেই উদ্বিগ্ন হয়ে পড়েন। ব্যক্তিকে জাগানোর চেষ্টা করা হলেও তাদের প্রচেষ্টা বৃথা যায়।
আরও পড়ুন-চেতলায় বি.ধ্বংসী আ.গুন, পুড়ে ছাই হয়ে গেল নন্দীগ্রাম বস্তি
অবশেষে দেখা গেল ভদ্রলোক আর বেঁচে নেই। নিহতের পরিবার এবং অন্যান্য যাত্রীরা ঘটনায় বেশ অবাক হয়েছেন। যে ব্যক্তিটি একেবারে স্বাভাবিক অবস্থায় ট্রেনে উঠেছিল, সে যাত্রার মাঝপথে মারা গিয়েছেন সেটা তারা বুঝতে পারেনি। শুধু তাই নয়, লোকটি মারা যাওয়ার পর থেকে প্রায় ১৩ ঘন্টা হয়ে গেছে এবং তার স্ত্রী এবং পরিবার তার কাছেই বসেছিল। ভদ্রলোকের মৃত্যু হয়েছে নিশ্চিত হওয়ার পর তার দেহ ঝাঁসি মোড়ে নামানো হয়। মৃতদেহ নামানোর সময় ঝাঁসি স্টেশনে চিকিৎসক ও পুলিশের দলও উপস্থিত ছিল। ঘটনাটি যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি তৈরি।