সংবাদদাতা, মালদহ : উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের বরাদ্দ-করা চার কোটি টাকায় পাঁচটি প্রকল্পের শিলান্যাস করলেন মালদহের দুই মন্ত্রী। উত্তরবঙ্গ উন্নয়ন রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন ও ক্ষুদ্র কুটির শিল্পের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। হরিশচন্দ্রপুর কলেজের দ্বিতল ভবন ও অভ্যন্তরীণ পথনির্মাণের জন্য মোট ২ কোটি ১৬ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।
আরও পড়ুন-খুদে বিজ্ঞানীর হাতে বাতিল মোটরবাইক নয়া নকশায়
এছাড়াও হরিশচন্দ্রপুর ২ ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের বেজপুরা স্ট্যান্ড থেকে শ্যামেরহাট পর্যন্ত রাস্তানির্মাণ ও ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রশিদের বাড়ি থেকে শুকুরউদ্দিনের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণের শিলান্যাস করা হয়। পাশাপাশি মালিওর ১ নং গ্রাম পঞ্চায়েতের খারাগ্রাম থেকে সিমরাহা গ্রাম পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণের ও ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বস্তাবাঁধ থেকে ভুনা পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণের শিলান্যাস করা হয়। এই পাঁচটি প্রকল্পে মোট চার কোটি টাকা ব্যয় করা হবে বলে জানা গিয়েছে। এ বিষয়ে সাবিনা বলেন, একশো দিনের কাজের প্রকল্পের টাকা কেন্দ্র বন্ধ করে দেওয়ার পরে রাজ্যের উন্নয়ন থমকে গিয়েছিল। তাই রাজ্য সরকারের তরফ থেকে উন্নয়নমূলক কাজগুলি শিলান্যাস করা হয়।