প্রতিবেদন : আগেও এমন ঘটনা ঘটেছে। বন্দুকবাজদের দৌরাত্ম্য মার্কিন মুলুকে এখন রুটিন ঘটনা হয়ে দাঁড়িয়েছে। শীতের ছুটি কাটিয়ে স্কুলে ফিরতেই রক্তারক্তি কাণ্ড আমেরিকার আইওয়া প্রদেশের পেরির একটি স্কুলে। বন্দুকবাজ এক পড়ুয়ার এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির আরেক পড়ুয়ার। আহত পাঁচজন, যার মধ্যে স্কুলের প্রিন্সিপালও রয়েছেন। ঘটনার পরই নিজের বন্দুকের গুলিতেই মৃত্যু হয় আততায়ী ১৭ বছরের ওই নাবালকের। জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন-দুঃস্থ পরিবারের খুদে পড়ুয়াদের স্কুলে মিড ডে মিলে পিঠে-পায়েস
বৃহস্পতিবার ছিল পেরি হাইস্কুলের শীতের ছুটি কাটিয়ে স্কুল খোলার দিন। পড়ুয়ারা সবাই সার বেঁধে আসছিল। সকাল ৭.৩০ নাগাদ হঠাৎই ১৭ বছরের ডাইলান বাটলারের বন্দুক থেকে বেরিয়ে আসে গুলির ফোয়ারা। ঘটনার সাত মিনিটের মধ্যেই পুলিশ বাহিনী পৌঁছয় স্কুলে। তার মধ্যেই মৃত্যু হয় ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার। তবে এরই মধ্যে আততায়ী বাটলার স্কুলের শৌচালয়ে গিয়ে একটি ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়ে। যেখানে সে বন্দুক নিয়ে দাঁড়িয়ে বলতে থাকে ‘এখন শুধু অপেক্ষা’। ঘটনার পর পুলিশের তদন্তে বাটলারের সহপাঠীরা জানায়, বাটলার সাধারণত শান্ত প্রকৃতির ছেলে ছিল। তবে অন্য সহপাঠীরা তাকে নিয়ে ঠাট্টা-তামাশা করত। সহপাঠী অনেকেরই অনুমান, সেই কারণেই সে এমন চরম পদক্ষেপ নিয়ে থাকতে পারে। বাটলারের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ঘেঁটে তদন্ত চালাচ্ছে পুলিশ।